Lucky Zodiac Signs

বছরের শেষে এসে টাকার চিন্তা ঘুচবে, খুলবে একের পর এক আয়ের দরজা! ডিসেম্বরে ‘রাজা’ হবে তিন রাশি

ভাগ্য কখন কার সঙ্গ দেবে সেটির পুরোটাই নির্ভর করে নানা গ্রহের অবস্থানের উপর। সেই অনুযায়ী তিনটি রাশি রয়েছে যাদের ডিসেম্বর মাসটা অর্থের দিক দিয়ে খুব ভাল যাবে। বর্ষশেষে এসে অর্থ সংক্রান্ত সকল চিন্তা এদের জীবন থেকে বিদায় নেবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৮
Share:

—প্রতীকী ছবি।

নতুন বছরের দিনগোনা শুরু হয়ে গিয়েছে। চলছে বছরের শেষ মাস ডিসেম্বর। সারা বছর ধরে ঘটে চলা নানা গ্লানি ও অযাচিত ঘটনা ভুলে গিয়ে শেষ মাসটা সকলেই আনন্দ করে কাটাতে চান। তবে চাইলেই তো হয় না, ভাগ্যের সঙ্গ দেওয়ারও প্রয়োজন পড়ে। ভাগ্য কখন কার সঙ্গ দেবে সেটির পুরোটাই নির্ভর করে নানা গ্রহের অবস্থানের উপর। সেই অনুযায়ী তিনটি রাশি রয়েছে যাদের ডিসেম্বর মাসটা অর্থের দিক দিয়ে খুব ভাল যাবে। বর্ষশেষে এসে অর্থ সংক্রান্ত সকল চিন্তা এদের জীবন থেকে বিদায় নেবে। তালিকায় কোন তিন রাশি রয়েছে জেনে নিন।

Advertisement

কোন তিন রাশির ডিসেম্বর মাসটি অর্থের দিক দিয়ে ভাল কাটবে?

মেষ: ডিসেম্বরের প্রথম থেকেই মেষের জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ফলত এঁরা যে কোনও কাজ দৃঢ়তার সঙ্গে করতে পারবেন। না পারার ভয় এঁদের মন থেকে বিদায় নেবে। এই রাশির ব্যক্তিদের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতাও উন্নত হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে প্রচুর অর্থলাভ করবেন। ব্যয় বুঝেশুনে করলে খুব ভাল অর্থ সঞ্চয় হবে।

Advertisement

মিথুন: সুযোগের সদ্ব্যবহার করতে পারলে মিথুন রাশির জাতক-জাতিকারা এই মাসে টাকার সাগরে ভাসার সুযোগ পাবেন। তবে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। কোন সময় কিসের জন্য টাকা ব্যয় করা উচিত বা অনুচিত সেটা এঁদের দৃঢ়তার সঙ্গে ঠিক করতে হবে। অন্যের উপর ভরসা করলে চলবে না। দ্বিধা কাটিয়ে মানুষের সঙ্গে কথা বলতে পারলে নতুন আয়ের উৎসও খুঁজে পেতে পারেন। ডিসেম্বর মিথুন রাশির মানুষদের আর্থিক অবস্থা উন্নত করার বহু সুযোগ দেবে।

মীন: মাসের প্রথম থেকেই মীনের ভাগ্য দারুণ না থাকলেও, প্রথম সপ্তাহের পর থেকে এদের ভাগ্য বদলাতে শুরু করবে। এই রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা সমস্ত টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন আয়ের পথের সন্ধান পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে চোখকান খোলা রেখে চলতে হবে। না হলে সুযোগ হাতছাড়া হতে পারে। ডিসেম্বরের মধ্য ভাগ থেকে শেষ ভাগ মীন রাশির ব্যক্তিদের খুব ভাল কাটবে। বুদ্ধি দিয়ে কাজ করলে এই সময় অর্থভাগ্য বদলে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement