—প্রতীকী ছবি।
সংসারজীবনে ঝগড়া-ঝামেলা লেগেই থাকে। দু’টি সম্পূর্ণ আলাদা প্রকৃতির মানুষ যখন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন, তখন সেখানে মনোমালিন্য হওয়াই স্বাভাবিক। তবে সেই কঠিন মুহূর্তগুলো কী ভাবে সামলানো হচ্ছে তার উপর নির্ভর করে অনেক কিছু। বহু ক্ষেত্রে দেখা যায়, একটা ছোট ঝামেলা বড় আকার ধারণ করছে কারণ দম্ভ বা রাগের কারণে কথা বলে ঝামেলাটি সময় থাকতে মিটিয়ে নেওয়া হচ্ছে না। প্রেম হোক বা বৈবাহিক জীবন, উক্ষয় ক্ষেত্রেই সঙ্গী-সঙ্গিনীর মধ্যে দূরত্ব তৈরি হলে পরবর্তী কালে সেটি আর আগের জায়গায় নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না। শাস্ত্রমতে, আমাদের জীবনের সমস্ত কিছুর নেপথ্যেই রয়েছে গ্রহ। গ্রহদের অবস্থানে আমাদের জীবনে যেমন সুপরিবর্তন আসতে পারে, তেমনই খারাপও হতে পারে। কোনও সম্পর্ক কোন গতিতে চলবে সেটিরও অনেকটা নির্ভর করে গ্রহের উপর। ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান অনুযায়ী কোন রাশি দাম্পত্যসুখে সুখী হবে ও কোন রাশি দাম্পত্যসুখে বঞ্চিত হবে দেখে নিন।
মেষ রাশি: ডিসেম্বরের মেষের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক হবে মাসের দ্বিতীয় সপ্তাহে। সেই সময় থেকে এই রাশির জাতক-জাতিকাদের দাম্পত্যসুখে সুখী হবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। সঙ্গীর সঙ্গে বুঝেশুনে কথা না বললে সমস্যা বৃদ্ধি পাবে।
বৃষ রাশি: বৃষ রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহে খুবই শুভ ফল লাভ হবে। পরবর্তী সময়ে বৃষের জাতক-জাতিকারা মিশ্র ফল লাভ করবেন। একে অপরকে বোঝার চেষ্টা করুন। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। দম্ভ ও রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে মুশকিল হবে।
মিথুন রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মীন রাশির জাতক-জাতিকারা মাসের প্রথম সপ্তাহে শুভ ফল পেলেও, পরবর্তী সময়ে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহের পর থেকে শুভ ফল পাবেন। বর্ষশেষে প্রেম জমে যাবে।
কর্কট রাশি: কর্কটের দাম্পত্যক্ষেত্রের সঙ্গে মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকার কারণে শুভ ফল লাভ হলেও, পরবর্তী সময়ে মিশ্র ফল প্রাপ্ত হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ শুভ, পরবর্তী সময় মিশ্র।
সিংহ রাশি: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে সিংহ রাশির ব্যক্তিরা দাম্পত্যজীবনে ভাল ফল পাবেন। প্রথম দিকে সামান্য অশান্তি হতে পারে, নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ দ্বিতীয় ভাগের তুলনায় শুভ।
কন্যা রাশি: কন্যার দাম্পত্যসুখের ক্ষেত্রে শনির অবস্থানের কারণে দাম্পত্যসুখের ক্ষেত্রে পূর্ণ সুফলতা প্রাপ্তিতে সমস্যা দেখা দেবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ শুভ হলেও, পরবর্তী সময়ে মিশ্র ফল লাভ করবেন।
তুলা রাশি: ডিসেম্বরে তুলা রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহে শুভ ফল লাভ হলেও, পরবর্তী সময় মিশ্র ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহের পরে শুভ ফল পাবেন।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে অধিক শুভ ফল লাভ হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ বলা যায় না।
ধনু রাশি: ডিসেম্বরে ধনু রাশির জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগ বেশি ভাল কাটবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ শুভ হলেও, পরবর্তী সময় মিশ্র ফল প্রাপ্তি হবে।
মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকারা দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহে শুভ ফল পেলেও, পরবর্তী সময় মিশ্র ফল পাবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ শুভ।
কুম্ভ রাশি: ডিসেম্বরে কুম্ভ রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রে কেতুর অবস্থান থাকায় সুফল প্রাপ্তিতে বিঘ্ন ঘটাবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ অধিক শুভ।
মীন রাশি: মীনের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক রয়েছে। পূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ শুভ।