Mauli Wearing Astrology

লাল, কালো, হলুদ না কমলা, হাতে কোন রঙের ডোর বাঁধা শুভ? পরার কোনও বিশেষ নিয়ম রয়েছে?

হিন্দু ধর্মের প্রত্যেকটা উপচার করা হয় কোনও না কোনও শুভ ফল পাওয়ার জন্য। ঠিক সেই রকমই হাতে রংবেরঙের সুতো বাঁধার বিশেষ নিয়ম রয়েছে। ভিন্ন বর্ণের সুতোর উপকারিতাও পৃথক।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১১:৩৭
Share:

—প্রতীকী ছবি।

হিন্দু ধর্মের মানুষেরা নানা দেবদেবীর চরণে ছোঁয়ানো সুতো হাতে বেঁধে থাকেন। হিন্দু ধর্মে এই রকম নানা উপচারের কথা আমরা দেখে থাকি। এই প্রত্যেকটা উপচার করা হয় কোনও না কোনও শুভ ফল পাওয়ার জন্য। ঠিক সেই রকমই হাতে রংবেরঙের সুতো বাঁধার বিশেষ নিয়ম রয়েছে। ভিন্ন বর্ণের সুতোর উপকারিতাও পৃথক। জেনে নিন প্রয়োজন অনুযায়ী কোন রঙের সুতো পরবেন। পরার আগে কোন নিয়মগুলি মানবেন।

Advertisement

সুতো বাঁধার আগের নিয়ম:

যে কোনও সুতো আগে বাজার থেকে এনে ভাল করে গঙ্গাজল ছিটিয়ে নিতে হবে। সেটি কোনও তীর্থস্থান থেকে নিয়ে আসলেও একই কাজ করতে হবে। কারণ, সাধারণত মন্দিরের বাইরের দোকানগুলি থেকেই এগুলি কেনা হয়। মন্দির থেকে দেওয়া হয় না। তাই সেটি পরার আগে গঙ্গাজল ছিটিয়ে নেওয়া আবশ্যিক। তার পর রং অনুযায়ী দেবদেবীর চরণে ছুঁইয়ে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে সুতোটি পরবেন।

Advertisement

দেখে নেওয়া যাক কোন রঙের সুতো কী ফল প্রদান করে:

হলুদ সুতো: যে কোনও শুভ কাজে হলুদ রঙের ব্যবহারের কথা আমরা সকলেই জানি। হলুদ সুতো কব্জিতে বাঁধলে সৌভাগ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্র-সহ সব ক্ষেত্রেই উন্নতি ঘটে। মনের ইচ্ছা পূরণ হয় এবং আয়ু বৃদ্ধিতেও সাহায্য করে হলুদ রঙের সুতো।

লাল সুতো: বেশির ভাগ মন্দিরেই ঠাকুরের আশীর্বাদ হিসাবে লাল সুতো বাঁধার রেওয়াজ আছে। লাল সুতো হাতে পরলে যেমন দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়, তেমনই আবার অশুভ শক্তির থেকেও নিজেকে রক্ষা করা যায়। এরই সঙ্গে পারিবারিক অশান্তি দূর হয়, আর্থিক উন্নতি ঘটে, রোগ-ব্যাধির হাত থেকে মুক্তি পাওয়া যায়। পুরুষ এবং অবিবাহিত মহিলারা ডান হাতে ও বিবাহিত মহিলারা বাঁ হাতে শুক্লাচতুর্দশীর দিন এই সুতো ঠাকুরের চরণে ছুঁইয়ে বাঁধলে নানা দিক থেকে উপকার পাওয়া যায়।

কমলা সুতো: বাঙালিদের মধ্যে সাধারণত কমলা সুতো হাতে বাঁধার বিশেষ প্রচলন নেই। তবে হাতে কমলা সুতো বাঁধারও নানা উপকারিতা রয়েছে। এই সুতো হাতে বাঁধলে সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায়।

কালো সুতো: হাতের কব্জিতে কালো সুতো বাঁধলে অশুভ শক্তি ও নজরদোষ থেকে মুক্তি পাওয়া যায়। যে কোনও দুর্ঘটনার হাত থেকে মুক্তি এবং মানসিক শান্তি মেলে। পরিবারের সুখ বজায় থাকে। কালো সুতো বাঁধলে বিপদের আশঙ্কা অনেক কমে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement