Mars in Sagittarius December 2025

ডিসেম্বরের প্রথম রবিবার রাশি বদলাবে গ্রহদের সেনাপতি, মঙ্গলের অমঙ্গল গ্রাস করতে পারে তিন রাশির ব্যক্তিদের!

মঙ্গল বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করার ফলে ১২টা রাশির মধ্যে কিছু রাশির উপর শুভ এবং কিছু রাশির উপর অশুভ প্রভাব লক্ষ করা যাবে। রাশিচক্রের তিন রাশিকে এই সময় অতিরিক্ত সতর্কতা পালন করে চলতে হবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ০৭:৩২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মঙ্গলকে গ্রহদের সেনাপতি মনে করা হয়। ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার মঙ্গল বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষমতে, মঙ্গল হল সাহস, যুদ্ধ এবং পরাক্রমের কারক গ্রহ। মঙ্গল বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করার ফলে ১২টা রাশির মধ্যে কিছু রাশির উপর শুভ এবং কিছু রাশির উপর অশুভ প্রভাব লক্ষ করা যাবে। রাশিচক্রের তিন রাশিকে এই সময় অতিরিক্ত সতর্কতা পালন করে চলতে হবে। তালিকায় কারা রয়েছে জেনে নিন।

Advertisement

মঙ্গলের রাশি পরিবর্তন করার ফলে কোন তিন রাশিকে একটু সাবধানে থাকতে হবে?

বৃষ: মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির ব্যক্তিদের জীবনে খারাপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এই রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন। কাজের জায়গায় সহকর্মীরা আপনার বিরুদ্ধে যেতে পারে। ব্যবসার দিকেও একটু মন্দাভাব দেখা যাবে। আর্থিক উন্নতিতে ব্যাঘাত আসতে পারে। সন্তানেরা মানসিক চাপে ফেলতে পারে। জমি বা বাড়ি সংক্রান্ত কোনও কাজ এই সময় করতে যাবেন না, সমস্যা হতে পারে।

Advertisement

কর্কট: মঙ্গলের রাশি পরিবর্তন কর্কট রাশির জন্যও খুব একটা সুবিধার ঠেকবে না বলে মনে করা হচ্ছে। কাজের জায়গায় খুব বেশি সতর্ক থাকতে হবে, অপমানিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। ব্যবসায় এমন কিছু সমস্যা আসবে যা অকল্পনীয়। শিক্ষার্থীরা লেখাপড়ায় খুব বেশি মনোযোগ না দিলে, ফল খুব একটা ভাল পাবেন না। নিজের শরীরের দিকে বিশেষ খেয়াল রাখুন, স্বাস্থ্যহানি ঘটতে পারে। সঞ্চয়ে বাধা আসতে পারে।

মকর: মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মকর রাশির ব্যক্তিদেরও নানা জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই সময় আয়ের থেকে ব্যয় বেশি হবে। কর্মস্থানে কঠোর পরিশ্রম করতে হবে। বেকারদের জন্য বেশি সমস্যা বাড়তে পারে। নিজের ব্যবহারের উপর বিশেষ নিয়ন্ত্রণ আনা প্রয়োজন। প্রেমজীবনেও খারাপ পরিবর্তন আসতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement