Success by Saturn’s Position

জন্মকালীন সময়ে শনির অবস্থানের উপর নির্ভর করে আপনি ব্যবসা করে সফলতা পাবেন না চাকরি! খোঁজ দিলেন জ্যোতিষী

রাশিচক্রে ১২টি রাশির মধ্যে প্রত্যেক রাশির নির্দিষ্ট অধিপতি গ্রহ রয়েছে। শনির রাশিতে অবস্থান করার অর্থ সেই রাশির অধিপতি গ্রহের সঙ্গে শনির সম্পর্ক স্থাপন করা। ভিন্ন রাশির অধিপতির সঙ্গে সম্পর্ক স্থাপনে শনি পৃথক পৃথক ফলদান করে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ০৭:২৫
Share:

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রে শনি কর্মকারক। শনি কর্মকারক হলেও শনির সঙ্গে বিভিন্ন গ্রহের সম্পর্ক এবং প্রভাবের কারণে ভিন্ন মানুষের ভিন্ন ধরনের কাজে সফলতা প্রাপ্তি হয়। জন্মসময় অনুযায়ী শনি ১২টি রাশির বিভিন্ন স্থানে অবস্থান করে। রাশিচক্রে ১২টি রাশির মধ্যে প্রত্যেক রাশির নির্দিষ্ট অধিপতি গ্রহ রয়েছে। শনির রাশিতে অবস্থান করার অর্থ সেই রাশির অধিপতি গ্রহের সঙ্গে শনির সম্পর্ক স্থাপন করা। ভিন্ন রাশির অধিপতির সঙ্গে সম্পর্ক স্থাপনে শনি পৃথক পৃথক ফলদান করে। শনি কোন রাশি অধিপতির সঙ্গে সম্পর্ক স্থাপনে কোন ধরনের কর্মের প্রতি আকর্ষিত হয় এবং সফলতা বৃদ্ধি করে জেনে নিন।

Advertisement
  • জন্মকালীন শনি মেষ রাশিতে অবস্থানের অর্থ শনি এবং মঙ্গলের সম্পর্ক সৃষ্টি হওয়া। ধাতু সংক্রান্ত ব্যবসা বা চাকরি, ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত বা ইঞ্জিনিয়ার, কেন্দ্র বা রাজ্য সরকারি বা সরকারি সংস্থার সঙ্গে সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত হলে উন্নতি লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। দন্ত্য বা শল্য চিকিৎসক বা সেই সম্পর্কিত কাজ ও প্রতিরক্ষা বিভাগের কাজেও সফলতা আসে।
  • জন্মকালে শনি বৃষ রাশিতে অবস্থান করলে শনির সঙ্গে শুক্রের সম্পর্ক সৃষ্টি হয়। বিলাসবহুল দ্রব্য সম্পর্কিত চাকরি বা ব্যবসায় সাফল্য আসে। যে কোনও ধরনের শিল্প, যেমন অভিনয়, সঙ্গীত ইত্যাদির সঙ্গে সম্পর্কিত কাজে সফলতার সম্ভাবনা বৃদ্ধি পায়।
Advertisement
  • জন্মকালে শনি মিথুন রাশিতে অবস্থান করলে বুদ্ধির দ্বারা আয় বোঝায়। বাণিজ্যিক লেনদেন, ব্যবসা, দালালি, উপদেষ্টা, সামাজিক কাজকর্মে সফলতা লাভ হয়। এঁরা খুব ভাল কথা বলতে পারেন, কথা বেচে বিপুল আয় করতে পারেন।
  • জন্মকালে শনি কর্কট রাশিতে অবস্থান করলে ভ্রমণ সংক্রান্ত কাজ, জল বা তরল সংক্রান্ত ব্যবসা, জাহাজ বা নেভিতে চাকরি ইত্যাদিতে সাফল্য পাওয়া যায়।
  • সিংহ রাশিতে শনি অবস্থান করলে সরকার বা সরকারের সঙ্গে সম্পর্কিত চাকরি, ব্যবসা, ভাল প্রশাসক হিসাবে সফলতা পাবেন।
  • কন্যা রাশিতে শনির অবস্থান হলে হিসাবশাস্ত্র, অঙ্কশাস্ত্রে সফলতা আসে। এঁদের ব্যবসায়িক মানসিকতা খুব ভাল হয়। ব্যবসা-বাণিজ্যে সফলতা লাভ করেন।
  • তুলা রাশিতে শনির অবস্থান হলে ব্যাঙ্ক, ব্যাঙ্কের সঙ্গে সম্পর্কিত ব্যবসা বা চাকরি, বিলাসবহুল দ্রব্যের ব্যবসা, শিল্পের সঙ্গে সম্পর্কিত বিষয়ে সাফল্য পাওয়া যায়। ব্যবসাতেও সফলতার সম্ভাবনা দেখা যায়।
  • বৃশ্চিক রাশিতে শনি অবস্থান করলে মাইনস, মিনারেলস, ইঞ্জিনিয়ারিং, বিদ্যুৎ সংক্রান্ত চাকরি বা ব্যবসায় সফলতা পাওয়া যায়।
  • ধনু রাশিতে শনি অবস্থান করলে বনবিভাগ, কাঠের কাজে সফলতা প্রাপ্তি হয়। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ থাকে, আইন সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পর্কিত পেশায় সাফল্য লাভ হয়।
  • মকর রাশিতে শনি অবস্থান করলে ভ্রমণ সংক্রান্ত কাজ, খাদ্য, জল, তেল বা তরল, খনি বা খনিজ সংক্রান্ত বিষয়ে ব্যবসা বা চাকরি করলে ভাল ফলপ্রাপ্তি হয়।
  • কুম্ভ রাশিতে শনি অবস্থান করলে মনোবিজ্ঞান, প্রশাসক জাতীয় পেশায় সাফল্য আসে।
  • মীন রাশিতে শনির অবস্থানের ফলে শিক্ষা, চিকিৎসক, ধর্মীয় গুরু, ধর্মযাজক ইত্যাদি পেশায় সাফল্য পাওয়া যায়।

শনি গ্রহের অবস্থানের সঙ্গে অন্যান্য গ্রহের প্রভাবে কর্ম পরিবর্তন হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement