—প্রতীকী ছবি।
জীবন মানে সমস্যা থাকবেই। তবে সেই সমস্যাগুলোর যে কোনও সমাধান নেই সেটা ভাবা ঠিক নয়। জ্যোতিষশাস্ত্রে আমাদের যে কোনও সমস্যারই নানা সহজ সমাধানের কথা বলা রয়েছে। অতি সাধারণ উপাদান ব্যবহার করে সেই উপায়গুলি পালন করা সম্ভব। তেমনই এক পরিচিত জিনিস হল লবঙ্গ। রান্নায় আলাদা মাত্রা দানের সঙ্গে সঙ্গে ভাগ্যের ভোল বদলাতেও কার্যকরী এই বস্তু। পালন করতে হবে সহজ কিছু নিয়ম। জেনে নিন সেগুলি কী কী।
টোটকা:
১. বাড়ি থেকে সমস্ত প্রকার নেগেটিভ শক্তি দূর করতে প্রদীপে লবঙ্গ দিয়ে জ্বালান ও সারা বাড়িতে সেই প্রদীপ দেখান। প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যাবেলা এই কাজটি করুন। খুব ভাল ফল পাবেন। বাড়ির পরিবেশ হাসিখুশি থাকবে।
২. সফলতার পথে বার বার বাধার সম্মুখীন হতে হলে একটা পানপাতায় লবঙ্গ, এলাচ ও সুপুরি নিয়ে মুড়িয়ে গণেশজির কাছে অর্পণ করুন। দেখবেন বাধা কেটে উন্নতি আসবে।
৩. মনোবাসনা পূরণ করতে প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে একটি প্রদীপে পাঁচটি লবঙ্গ ও ঘি দিয়ে বজরংবলির সামনে জ্বালান ও মনোবাসনা জানান। পর পর কয়েকটি মঙ্গলবার নিষ্ঠাভরে এই কাজটি করলে মনোবাঞ্ছা পূরণ হবেই।
৪. কোষ্ঠীতে থাকা অশুভ রাহু-কেতুর ক্ষতিকারক প্রভাব থেকে মুক্তি পেতে পর পর ৪০টি শনিবার শিবলিঙ্গে লবঙ্গ অর্পণ করুন। এরই সঙ্গে নিজের কাছে কিছু লবঙ্গের বীজ রেখে দিন। খুব ভাল ফল পাবেন।
৫. দাম্পত্যজীবনে ঝগড়া-বিবাদ লেগেই থাকলে প্রতি শনিবার সন্ধ্যাবেলা কর্পূর ও লবঙ্গ জ্বালিয়ে সারা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দিন। তার পর সেই ছাই বাড়ির বাইরে ফেলে দিন। সুখশান্তি বজায় থাকবে।
৬. আটকে থাকা ঋণের টাকা ফেরত পেতে অমাবস্যা বা পূর্ণিমার রাতে কর্পূর জ্বালিয়ে ২১টি লবঙ্গ নিয়ে লক্ষ্মীদেবীর নাম জপ করুন। এই সময় অন্য কোনও দিকে মন দেওয়া যাবে না। দেখবেন অল্প কিছু দিনেই ঋণের টাকা ফেরত পাবেন।
৭. কোনও ইন্টারভিউ দিতে যাওয়ার সময় মুখে একটা লবঙ্গ দিয়ে বেরোন। যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছেন সেখানে ঢোকার আগে মুখ থেকে লবঙ্গের বেঁচে থাকা অংশটুকু ফেলে দিন। খুব ভাল ফল পাবেন।
৮. আর্থিক অনটন থেকে মুক্তি পেতে সাতটি গোলমরিচ ও লবঙ্গ নিয়ে মাথার চারপাশে ঘড়ির কাঁটার দিকে সাত বার ঘোরান। তার পর কোনও নির্জন স্থানে, যেখানে মানুষের যাতায়াত নেই এমন জায়গায় জিনিসগুলি ফেলে দিন। খেয়াল রাখবেন সেগুলি যেন ছড়িয়ে পড়ে, সব এক জায়গায় না পড়ে। তার পর সেখান থেকে চলে আসুন, পিছন ফিরে তাকাবেন না।
৯. পরিশ্রম সত্ত্বেও ফল না পেলে মঙ্গলবার করে বজরংবলির সামনে সর্ষের তেলের প্রদীপে দু’টি লবঙ্গ দিয়ে জ্বালান। তার পর হনুমান চালিশা পাঠ করুন। এই কাজটি পর পর ২১টি মঙ্গলবার করে দেখুন, খুব ভাল ফল পাবেন।