—প্রতীকী ছবি।
নভেম্বরের ২৮ তারিখ বক্রীদশা ত্যাগ করে মার্গী হবেন গ্রহরাজ। সহজ ভাষায় বলতে গেলে, শনি এ বার বাঁকা চাল ছেড়ে সোজা পথে চলবে। বর্তমানে সে মীন রাশিতে অবস্থান করছে। চলতি বছর জুলাইয়ে শনি বক্রীদশা প্রাপ্ত হয়েছিল। কালের নিয়মে সব গ্রহই নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিজেদের ঘর ও গতি পরিবর্তন করে। দ্রুতগতির গ্রহেরা ঘর বা গতি পরিবর্তনের কাজটি কিছু দিন অন্তর করলেও, ধীরগতির গ্রহ বেশ খানিকটা সময় নিয়ে করে। শনি ধীরগতির গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির গতি পরিবর্তনের ফলে রাশিচক্রের ১২টি রাশির উপরই কিছু না কিছু প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, চার রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়কালটি কঠিন হতে চলেছে। নানা দিক থেকে খারাপ প্রভাব পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।
কোন চার রাশি শনির গতি পরিবর্তনের ফলে মুশকিলে পড়তে পারেন?
বৃষ: শনি মার্গী হওয়ার ফলে বৃষের জাতক-জাতিকারা মুশকিলে পড়তে পারেন। বুঝে খরচ না করলে অর্থক্ষতির মুখে পড়তে হতে পারে। এই সময় কোনও খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে এগোবেন। ঋণ দান ও গ্রহণের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। নতুন বছর শুরুর প্রথম কয়েক মাস বৃষ রাশির ব্যক্তিদের কোনও সম্পত্তি কেনা উচিত হবে না। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য এই সময়কালটা খুবই কঠিন হতে চলেছে। বহু চেষ্টা করেও পরীক্ষায় সফলতা পাবেন না। তবে ভেঙে পড়লে চলবে না। ধৈর্য ধরে রাখতে পারলে নিশ্চই ফল পাবেন।
সিংহ: সূর্যের রাশি সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও মার্গী শনি অশুভ সময় নিয়ে আসছে। কর্মক্ষেত্রে সমস্যার শেষ থাকবে না। বুঝেশুনে কথা বলুন, না হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। প্রচুর পরিশ্রম করেও ঊর্ধ্বতনের মন জুগিয়ে চলতে পারবেন না। সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন, চোখ-কান খোলা রেখে চলুন। সিংহ রাশির ব্যক্তিদের এই সময় কোনও নতুন সম্পর্কের দিকে পা বাড়ানো উচিত হবে না।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকাদের গ্রহ হল বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি নিজে বক্রীদশায় রয়েছে। শনির মার্গী হওয়ার এই রাশির ব্যক্তিরা জীবনের সব ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হবেন। কোনও কাজই শান্ত মাথায় করে উঠতে পারবেন না। মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। বিশেষ করে সম্পর্কক্ষেত্রে শনির মার্গীর খুব খারাপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। ঝগড়া-অশান্তি লেগেই থাকবে। রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে ঝামেলা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। পেশাক্ষেত্রেও সহকর্মীদের সঙ্গ পাবেন না।
কুম্ভ: শনি মার্গী হওয়ার ফলে কুম্ভ রাশির ব্যক্তিরা নানা ক্ষেত্রে অশুভ প্রভাবের সম্মুখীন হবেন। বিশেষ করে এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য ও সম্পর্কের উপর খুব খারাপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। শরীরের প্রতি সচেতন না হলে সমস্যা হতে পারে। অলসতা বৃদ্ধি পাবে। এর ফলে কাজ করার ইচ্ছা হারিয়ে ফেলবেন। কুম্ভের জাতক-জাতিকাদের অলসতা তাঁদের সম্পর্কক্ষেত্রেও সমস্যা হয়ে দাঁড়াবে। ফলত মনোমালিন্য বৃদ্ধি পাবে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন।