Vastu Tips

মিক্সির যুগে প্রাচীন শিলনোড়াটি হেঁশেলের কোণে অযত্নে রেখে দিয়েছেন? ফল হতে পারে মারাত্মক! কোথায়, কী ভাবে রাখবেন?

রান্নাঘরে ব্যবহৃত ভারী মাপের জিনিসগুলি সঠিক দিক মেনে রাখাই বাঞ্ছনীয়। না হলে নিজেদেরই সমস্যায় পড়তে হতে পারে। রান্নাঘরের দরকারি ভারী জিনিসগুলির মধ্যে একটি হল শিলনোড়া।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১১:২৪
Share:

—প্রতীকী ছবি।

রান্নাঘর যদি বাস্তুশাস্ত্র মতে সাজানো হয়, তা হলে সেই বাড়ির সুখ-সমৃদ্ধি খুব ভাল থাকে। বিশেষ করে রান্নাঘরে ব্যবহৃত ভারী মাপের জিনিসগুলি সঠিক দিক মেনে রাখা বাঞ্ছনীয়। না হলে নিজেদেরই সমস্যায় পড়তে হতে পারে। রান্নাঘরের দরকারি ভারী জিনিসগুলির মধ্যে একটি হল শিলনোড়া। বর্তমান যুগে শিলনোড়ার ব্যবহার প্রায় উঠেই গেছে। তবুও অনেকেরই রান্নাঘরে এখনও শিলনোড়া দেখতে পাওয়া যায়। বাস্তু শাস্ত্র মতে শিলনোড়া বা পাথরের বাসন সঠিক দিকে রাখলে পরিবারের উন্নতি হয়। একই সঙ্গে শরীর-স্বাস্থ্যও ভাল থাকে।

Advertisement

শিলনোড়া রাখার জন্য কোন দিকটা সঠিক?

বাস্তুমতে শিলনোড়া রাখার সঠিক দিক হল দক্ষিণ বা পশ্চিম দিক। এই দুই দিকে শিলনোড়া রাখলে সংসারে পজ়িটিভ শক্তি বজায় থাকে। বাড়ির ঈশান কোণে এবং উত্তর দিকে ভুল করেও শিলনোড়া রাখতে নেই। এতে সংসারে নানা দিক থেকে সমস্যা আসে।

Advertisement

শিলনোড়া নিয়ে অন্যান্য উপায়:

১) শিলনোড়া রাখার সময় শিল এবং নোড়া, দু’টোকেই একসঙ্গে রাখতে হয়। এই দু’টো কখনও আলাদা করে রাখতে নেই।

২) শিলনোড়ার কাজ শেষ হয়ে যাওয়ার পর সেটিকে ভাল করে ধুয়েমুছে, পরিষ্কার এবং শুকনো করে রাখতে হয়।

৩) শিলনোড়ায় নুন বাটা অত্যন্ত জরুরি। সেই নুন পরে রান্নার কাজে লাগাতে পারেন।

৪) শিলনোড়া সব সময় কাপড় দিয়ে ঢাকা বা চাপা দিয়ে রাখতে হয়।

৫) শিলনোড়া কখনও শুইয়ে রাখতে নেই। সব সময় দাঁড় করিয়ে রাখতে হয়।

৬) ভাঙা শিলনোড়া বাড়িতে জমিয়ে রাখা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement