—প্রতীকী ছবি।
সকল মা-বাবাই চান তাঁদের ছেলে-মেয়ে জীবনে সফলতা অর্জন করুক। যদিও এ ক্ষেত্রে বেশির ভাগ মা-বাবাই সন্তানদের পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার জন্য অনুপ্রেরণা দেন। তবে এমন বহু মানুষই রয়েছেন যাঁরা পড়াশোনার বাইরে অন্য কিছু নিয়ে এগোলে সফল হতে পারেন। শাস্ত্র জানাচ্ছে, পাঁচ রাশির ব্যক্তিরা খেলার মাঠে নেমে বিশ্ব কাঁপান। এঁরা খেলাধুলায় অত্যন্ত ভাল হন। শৈশব থেকেই যদি এঁরা খেলা নিয়ে এগোন, তা হলে বড় হয়ে এঁরা প্রচুর নাম করেন। তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন।
কোন পাঁচ রাশি খেলার জগতে সফলতা পান?
মেষ: মঙ্গলের রাশি মেষের জাতক-জাতিকাদের মধ্যে জেদ ও দৈহিক বল অন্যান্য রাশির চেয়ে তুলনামূলক বেশি। মঙ্গলের কৃপাতেই তাঁরা এই প্রকৃতির হন। এঁদের মধ্যে কোনও জিনিসের প্রতি বিশেষ ভয়ও কাজ করে না। যে কোনও প্রতিযোগিতায় এঁরা জেতার মনোবল নিয়েই অংশ নেন। তাই খেলাধুলা নিয়ে এগোলে মেষ রাশির ব্যক্তিরা দারুণ সফলতা পান। এঁদের রাশিগত প্রকৃতি এঁদের খেলার জগতে এগিয়ে যেতে সাহায্য করে।
সিংহ: খেলাধুলা নিয়ে এগোলে সিংহ রাশির জাতক-জাতিাকারাও দারুণ সাফল্য পান। সূর্যের রাশি সিংহের জাতক-জাতিকারা সর্বদা যে কোনও ঘটনার কেন্দ্রবিন্দু হতে পছন্দ করেন। আর খেলার দুনিয়া তাঁদের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে সাহায্য করে। দলগত খেলায় এঁরা দলের এক জন হয়ে যতটা না ভাল খেলেন, তার থেকেও বেশি ভাল ফল দেন দলের মাথা হয়ে। সিংহ রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস তাঁদের এ ক্ষেত্রে অনেকটা সাহায্য করে।
ধনু: ধনু রাশির ব্যক্তিরা ছাপোষা জীবন কাটাতে ভালবাসেন না। এঁরা একটু ছকভাঙা কিছু করতেই পছন্দ করেন। আর এঁদের জাতক গ্রহ বৃহস্পতি এঁদের সেই কাজ করতে সাহায্য করে। ধনু রাশির ব্যক্তিরা স্বাধীনচেতা হন। এঁরা নিজের মতে জীবন কাটাতে পছন্দ করেন। তাই দলগত খেলার থেকেও স্বতন্ত্র খেলাধুলায় এঁরা বেশি নাম করেন। প্রতিযোগী মনোভাবের কারণে খেলাধুলায় এঁরা সহজেই সফলতা পেয়ে যান।
মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকারা কঠোর নিয়মের বেড়াজালে জীবন কাটাতে ভালবাসেন। ছোট থেকেই এঁরা লক্ষ্যস্থির রেখে এগোন। এঁদের ধৈর্যশক্তিও অত্যন্ত বেশি হয়। ক্রীড়াজগতে নাম করার জন্য যে সকল বিশেষত্বের প্রয়োজন পড়ে, মকর রাশির ব্যক্তিদের মধ্যে সবটাই রয়েছে। তাই খেলাধুলা নিয়ে এগোলে এঁরা দারুণ সফলতা অর্জন করতে পারেন।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারাও খেলাধুলা নিয়ে এগোলে দারুণ সফলতা পান। এই রাশির ব্যক্তিরা যে কোনও কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেন। কোনও কাজ শুরু করলে সেটায় সফল না হওয়া পর্যন্ত বৃশ্চিক রাশির ব্যক্তিরা থামেন না। যত কষ্টই হোক, যত কঠোর পরিশ্রমেরই প্রয়োজন হোক না কেন, সেটিকে মনের মতো করে পূরণ করার পরই এঁরা ক্ষান্ত হন। এই একাগ্রতাই বৃশ্চিক রাশিকে ক্রীড়াজগতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।