Innovative Zodiac Signs

বুদ্ধাঙ্কে নয়, সৃজনশীলতায় গোল দেন, এঁদের সৃষ্টি প্রশংসা কুড়োয় সকলের! রাশিচক্রের ‘পিকাসো’ যে পাঁচ রাশি

প্রতিটি মানুষই ভিন্ন ভিন্ন উপায়ে নিজেদের সৃজনশীলতার পরিচয় দেন। শাস্ত্র জানাচ্ছে পাঁচ রাশির মধ্যে এমন নানাবিধ সৃজনশীলতার বৈশিষ্ট্য অন্যদের তুলনায় বেশি দেখা যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৮:১০
Share:

—প্রতীকী ছবি।

সৃজনশীলতাকে কখনও একটা নির্দিষ্ট ছকে ফেলা যায় না। বহু মানুষ বহু দিক থেকে সৃজনশীল হন। কেউ খুব ভাল আঁকেন, কারও মনের কথা আবার লেখায় ফোটে, কেউ আবার ছকে বাঁধা সৃজনশীল কিছু পারেনই না। তাঁর প্রতিভা ধরা পড়ে নানা পদের রান্নার পরিবেশনে। কোনও মানুষ আবার নানা ধরনের জিনিস আবিষ্কার করে নিজের সৃজনশীলতার পরিচয় দেন। শাস্ত্র জানাচ্ছে পাঁচ রাশির মধ্যে এমন নানাবিধ সৃজনশীলতার বৈশিষ্ট্য অন্যদের তুলনায় বেশি দেখা যায়। তাঁরা কারা জেনে নিন।

Advertisement

কোন পাঁচ রাশির ব্যক্তিরা সৃজনশীল হন?

মিথুন: মিথুন রাশির ব্যক্তিরা কৌতুহলী প্রকৃতির হন। যে কোনও জিনিস জানা ও শেখার ব্যাপারে এঁদের আগ্রহ অন্যদের তুলনায় বেশি হয়। সেই কারণে এঁদের মাথায় প্রায় সর্বক্ষণই নতুন নতুন ভাবনা ঘুরে বেরায়। মিথুন রাশির ব্যক্তিরা খুব সুন্দর কথা বলতে পারেন। এঁদের লেখার হাতও খুব ভাল হয়। লেখালিখি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হলে এঁরা সফলতা পান।

Advertisement

সিংহ: সূর্যের রাশি সিংহর জাতক-জাতিকারা অত্যন্ত সৃজনশীল হন। এঁরা যে কোনও কাজে নিজেদের পারদর্শীতা দেখাতে সদা প্রস্তুত। এঁরা কখনও নিজেদের কোনও একটা ক্ষেত্রে বন্দী করে রাখেন না। যা এঁদের ভাল লাগে, তা নিয়েই চর্চা করার জন্য এগিয়ে যান। গল্পপাঠ, সঙ্গীত, সিনেমা তৈরি প্রভৃতি বিষয় নিয়ে এগিয়ে গেলে এঁরা খুব ভাল উল্লেখযোগ্যতা পান।

তুলা: তুলা রাশির ব্যক্তিরাও এই ব্যাপারে এগিয়ে রয়েছেন। এঁদের ছবি আঁকার হাত খুব ভাল হয়। শব্দ নিয়েও এই রাশির জাতক-জাতিকারা খুব সুন্দর খেলতে পারেন। এই রাশির ব্যক্তিরা ব্যালেন্স করে চলতে পছন্দ করেন। আর এঁদের কাজেও সেটার ছাপ দেখা যায়। নিজেদের ভাবনা ও বাস্তবের মধ্যে সামঞ্জস্যা বজায় রেখে এঁরা যে কোনও কাজ করেন। আঁকা সংক্রান্ত যে কোনও কাজ, লেখালিখি, সঙ্গীতচর্চা প্রভৃতিতে এঁরা উল্লেখযোগ্যতা পান।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির সৃজনশীল ধারণাগুলি বাকি সকলের থেকে আলাদা। এঁরা নবজাগরণ আনার স্বপ্ন দেখেন। এই রাশির মানুষের এমন কিছু করতে চান যার প্রভাব সমগ্র সমাজের উপর পড়ে। তবে সে সম্বন্ধে কারও সঙ্গে চট করে আলোচনা করতে চান না এঁরা। নিজের ধারণা এঁরা নিজেদের কাছে রাখতেই পছন্দ করেন যত ক্ষণ না তাঁরা সেটা সবার কাছে পৌঁছোতে পারছেন। সংবাদমাধ্যম, সিনেমা তৈরি প্রভৃতি কাজে এঁরা দারুণ নাম করেন।

মীন: বাকি সকল রাশিদের মধ্যে সবচেয়ে বেশি সৃজনশীল হলেন মীন রাশির জাতক-জাতিকারা। এঁরা চুপচাপ নিজের খেয়ালে থাকেন। অনেকে অনেক কিছু ভাবলেও মীন রাশির ব্যক্তিরা আসলে সর্বদা কাজের চিন্তাতেই ডুবে থাকেন। এঁরা নিজেদের মাথাটাকে সেভাবেই তৈরি করেন। এই রাশির করা যে কোনও কাজ তাই লোকের মনকে ছুঁয়ে যায়। সংবাদমাধ্যম, সিনেমা তৈরি, ছবি আঁকা জাতীয় প্রভৃতি কাজে এঁরা উল্লেখযোগ্যতা পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement