ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
জ্যোতিষশাস্ত্রে নানা জিনিসের উপর বিচার করা হয়। কোনটা শুভ এবং কোনটা অশুভ সেটা জানার উদ্দেশ্যেই বিচারগুলি করা হয়ে থাকে। কোন জিনিসটা শুভ মানে, কোন জিনিসটা দেখলে আমরা শুভ ফল পাই। কোন জিনিসটা অশুভ মানে, কোন জিনিসটা দেখলে আমরা অশুভ ফল পাই। বাড়ি থেকে কোনও কাজে যাওয়ার সময় এমন কিছু জিনিস রয়েছে যা দেখতে পেলে খুবই শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই সব জিনিস দেখতে পেলে আর্থিক ক্ষেত্রেও উন্নতি নিশ্চিত বলে মনে করা হয়।
দেখে নিন কোন জিনিসগুলো দেখতে পাওয়া শুভ:
গরু: বাড়ি থেকে বেরোনোর সময় গরু দেখতে পাওয়া খুবই শুভ বলে মনে করা হয়। গরু এবং বাছুর, দু’টোই একসঙ্গে দেখাটা আরও বেশি শুভ বলে মানা হয়।
কয়েন বা নোট: বাইরে বেরোনোর সময় কয়েন বা নোট, এই দু’টোই দেখতে পাওয়া খুবই শুভ। মনে করা হয়, এটা যে কোনও কাজ খুব ভাল ভাবে সম্পন্ন হওয়ার ইঙ্গিত দেয়।
পান: বাড়ি থেকে বেরোনোর সময় পান দেখা খুবই শুভ।
শবযাত্রা: অনেকেই মনে করেন যে শবযাত্রা দেখতে পাওয়া ভাল নয়। তবে এ ধারণা সম্পূর্ণ ভুল। বাড়ি থেকে বেরোনোর সময় শবযাত্রা দেখা শুভ লক্ষণের মধ্যে পরে।
হাতি: যদিও শহরে হাতি দেখা যায় না। তবে বাড়ি থেকে বেরোনোর সময় হাতি দেখতে পাওয়া খুবই শুভ বলে মানা হয়।
জ্যান্ত মাছ: বাইরে যাওয়ার সময় জ্যান্ত মাছ দেখা খুবই শুভ।
ফুল: কোথাও যাওয়ার সময় গাছে ফুটে থাকা ফুল দেখলে বুঝবেন কাজটা ভালভাবে মিটে যাবে।
গুড়: বাড়ি থেকে বেরোনোর সময় পাত্র ভর্তি গুড় দেখা খুবই শুভ।
পাখিদের খাওয়া: কোথাও বাইরে যাওয়ার সময় পাখিরা খাবার ভাগ করে খাচ্ছে দেখা অত্যন্ত শুভ।
জল: জল ভর্তি পাত্র দেখাও খুবই শুভ বলে মানা হয়।