Silver Thumb Ring Astrology

বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরার গুণ অনেক! ডান না বাঁ, কোন হাতের আঙুলে পরবেন? সেটির যত্ন কী ভাবে নেবেন?

কোন আঙুলে কোন ধাতুর আংটি পরছেন সেটির উপর অনেক কিছু নির্ভর করে। কারণ সবার ভাগ্যে যেমন সব ধাতু সহ্য হয় না, তেমনই সব আঙুলে যে কোনও ধাতু বা রত্ন ধারণ করা যায় না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৫:৩১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আংটি পরতে অনেকেই ভালবাসেন। অন্যান্য গয়নার প্রতি টান না থাকলেও, আংটির প্রতি বহু মানুষেরই একটা টান থাকে। সেটি না পরলে যেন তাঁদের সাজটাই অসম্পূর্ণ থেকে যায়। তবে কোন আঙুলে কোন ধাতুর আংটি পরছেন সেটির উপর অনেক কিছু নির্ভর করে। কারণ সবার ভাগ্যে যেমন সব ধাতু সহ্য হয় না, তেমনই সব আঙুলে যে কোনও ধাতু বা রত্ন ধারণ করা যায় না।

Advertisement

বহু মানুষই তাঁদের বৃদ্ধাঙ্গুলিতে আংটি পরেন। বিগত কয়েক দশক থেকে ফ্যাশন জগতে বৃদ্ধাঙ্গুলিতে আংটি পরার চল বেড়েছে। এ ক্ষেত্রে বেশির ভাগ ব্যক্তিদের রুপোর আংটিই বেছে নিতে দেখা যায়। তবে অনেকেই জানেন না যে বৃদ্ধাঙ্গুলিতে পরা রুপোর আংটি কেবল সাজেই আলাদা মাত্রা যোগ করে না, ভাগ্যেরও সদ্‌গতি আনতে সাহায্য করে। বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরার গুণাগুণ অনেক। আজ সেটা নিয়েই আলোচনা করা হবে।

রুপোর আংটি পরার ক্ষেত্রে কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

Advertisement

অনেকের মনেই প্রশ্ন জাগে, ডান হাত না বাঁ হাত, কোন হাতের বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরলে ভাল হবে। শাস্ত্র জানাচ্ছে, দু’হাতেই এই আংটি পরা যেতে পারে। তবে ফলপ্রাপ্তি হয় ভিন্ন। মাঝেমধ্যে সেটিকে আঙুল থেকে খুলে জল দিয়ে পরিষ্কার করতে হবে। সেটিতে ময়লা জমতে দেওয়া যাবে না। তা হলে আংটির কর্মক্ষমতা কমে যাবে।

  • ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরলে লক্ষ্যপূরণে সুবিধা হয়। কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
  • বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরলে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে সুবিধা হয়।

বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরলে কী হয়?

১. রুপোর সঙ্গে চাঁদের সম্পর্ক রয়েছে, অন্য দিকে আমাদের বৃদ্ধাঙ্গুলের সঙ্গে সম্পর্ক রয়েছে বুধের। শাস্ত্রমতে আমাদের বৃদ্ধাঙ্গুলে আমাদের সকল শক্তি গচ্ছিত থাকে। তাই এই আঙুলে রুপোর আংটি পরলে আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়।

২. কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি করতেও সাহায্য করে রুপোর আংটি। এটি পরার ফলে জটিল সমস্যায় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পায়।

৩. বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরার ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ফলত যে কোনও কাজে আমরা সাহস নিয়ে এগিয়ে যেতে পারি।

৪. আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে বৃদ্ধাঙ্গুলিতে পরা রুপোর আংটি। সেই কারণে শান্তিও তুলনামূলক কম বিঘ্নিত হয়।

৫. মাথা থেকে নেগেটিভ চিন্তাভাবনা দূর হয় ও ইতিবাচক চিন্তাধারা বৃদ্ধি পায়। মন শান্ত রাখতেও সাহায্য করে।

৬. বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরলে যে কোনও ক্ষেত্রে নেতৃত্ব দান করতে সুবিধা হয় বলে বিশ্বাস করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement