Saturn Straight In Pisces November 2025

নভেম্বরের শেষ শুক্রে মার্গী হবে শনি, কৃপা বর্ষাবে তিন রাশির উপর! পেশা থেকে অর্থ, অপ্রত্যাশিত ফলপ্রাপ্তি সব ক্ষেত্রে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি ধীরগতির গ্রহ। বর্তমানে সে মীন রাশিতে অবস্থান করছে। চলতি বছর জুলাইতে শনি বক্রীদশা প্রাপ্ত হয়েছিল। নভেম্বরের ২৮ তারিখ গ্রহরাজ বক্রীদশা ত্যাগ করে মার্গী হবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৩:২৮
Share:

—প্রতীকী ছবি।

কালের নিয়মে সব গ্রহই নির্দিষ্ট সময়ের ব্যবধানে নিজেদের ঘর ও গতি পরিবর্তন করে। দ্রুতগতির গ্রহেরা ঘর বা গতি পরিবর্তনের কাজ কিছু দিন অন্তর করলেও, ধীরগতির গ্রহেরা বেশ খানিকটা সময় নিয়ে তা করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি ধীরগতির গ্রহ। বর্তমানে সে মীন রাশিতে অবস্থান করছে। চলতি বছর জুলাইতে শনি বক্রীদশা প্রাপ্ত হয়েছিল। নভেম্বরের ২৮ তারিখ গ্রহরাজ বক্রীদশা ত্যাগ করে মার্গী হবে। সহজ ভাষায় বলতে গেলে, শনি এ বার বেঁকা চাল ছেড়ে চলবে সোজা পথে। ফলে রাশিচক্রের ১২টি রাশির উপরই এর কিছু না কিছু প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, তিন রাশির জন্য শনির মার্গীদশা আশীর্বাদ রূপে নেমে আসতে পারে।

Advertisement

কোন তিন রাশি ভাল সময় কাটাবে?

কর্কট: শনি মার্গী হওয়ার পর থেকে নিজেদের পেশাক্ষেত্রে দারুণ পরিবর্তন দেখতে পাবেন কর্কট রাশির জাতক-জাতিকারা। রেহাই পাবেন কর্মক্ষেত্রে এত দিন ধরে চলে আসা সকল জটিলতার কবল থেকে। সহকর্মীরা নিজেদের ভুল বুঝতে পারবেন এবং আপনার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন। বাড়িঘর নির্মাণ, পর্যটন শিল্প, অটোমোবাইলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কর্মক্ষেত্রে দারুণ সফলতা লাভ করবেন। কর্কট জাতক-জাতিকাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে এই সময়। সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতারও উন্নতি ঘটবে। সুপরিবর্তন দেখতে পাবেন সম্পর্কক্ষেত্রে।

Advertisement

মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকাদের জীবন এই সময় সুন্দর করে সাজিয়ে দেবে গ্রহরাজ। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগ তৈরি হবে, তাই সে সুযোগ হাতছাড়া করবেন না। পেশাক্ষেত্রেও অনেকটা এগিয়ে যাবেন আপনি। পদোন্নতি হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই অগ্রগতি আসবে। যাঁরা বহু দিন ধরে কোনও কিছু অর্জন করার উদ্দেশ্যে পরিশ্রম করছেন, তাঁরা এ বার সফল হবেন। বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকবে। ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। মাথা ঠান্ডা রাখতে পারলে পারিবারিক সমস্যা অনেকটা কমবে। সম্পর্কক্ষেত্রে প্রেমের হাওয়া বইবে। সঙ্গী আপনার ব্যবহারে খুশি থাকবেন।

মীন: মীন রাশিতেই মার্গী হচ্ছে শনি। বর্তমানে মীনের জাতক-জাতিকারা শনির সাড়েসাতির কুপ্রভাবে ভুগছেন। কিন্তু শনির সোজাচালে এই রাশির ব্যক্তিরা গ্রহরাজের রূঢ়তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। পরিবর্তে নানা ক্ষেত্রে ভাল ফল পেতে পারেন মীনের জাতক-জাতিকারা। আর্থিক দিক দিয়ে স্থিতিশীলতা আসবে। টাকার জন্য আটকে থাকা কাজগুলি এক এক করে মিটে যাবে। শনি মার্গী হওয়ার ফলে আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে। সব ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটবে। দরকারে বন্ধুবান্ধবদের পাশে পাবেন। আত্মবিশ্বাস ও কর্মক্ষমতারও সুপরিবর্তন ঘটতে দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement