Astro Tips

স্টিল, তামা না পিতল, সূর্যদেবকে জল অর্পণের জন্য কোন পাত্র ব্যবহার করবেন? সূর্যপ্রণামের সঠিক নিয়মগুলি কী?

হিন্দু ধর্মে সূর্যকে উপাসনা করার নানা দিক ও গুণের কথা বলা রয়েছে। তবে সূর্যকে জল দেওয়ার ক্ষেত্রে কোন পাত্র ব্যবহার করা উচিত, সেটা অনেকেরই জানা নেই। সূর্যপ্রণামের সঠিক নিয়মও বহু মানুষের অজানা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ০৭:৪২
Share:

—প্রতীকী ছবি।

প্রতি দিন সকালে উঠে সূর্যপ্রণাম করার নানা গুণ রয়েছে। মনে করা হয়, সকালবেলা স্নান করার পর সূর্যপ্রণামের মাধ্যমে দিন শুরু করলে মেজাজ ভাল থাকে সারা দিনই। এ ছাড়া, সূর্যদেবের কৃপাও সর্ব ক্ষণ সঙ্গেই থাকে। সূর্যকে ছাড়া আমাদের জীবন তথা পুরো পৃথিবী অচল। হিন্দু ধর্মে তাই সূর্যকে উপাসনা করার নানা দিক ও গুণের কথা বলা রয়েছে। তবে সূর্যকে জল দেওয়ার ক্ষেত্রে কোন পাত্র ব্যবহার করা উচিত, সেটা অনেকেরই জানা নেই। সূর্যপ্রণামের সঠিক নিয়মও বহু মানুষের অজানা। আজ আলোচনা সে বিষয়েই।

Advertisement

সূর্যপ্রণামের ক্ষেত্রে কোন ধাতুর পাত্র ব্যবহার করতে হয়?

  • অনেকেই স্টিলের ঘটে সূর্যদেবের উদ্দেশে জল অর্পণ করেন। শাস্ত্রমতে, তা ভুল। সূর্যপ্রণামের ক্ষেত্রে স্টিলের পাত্র ব্যবহার করা কখনওই উচিত নয়।
Advertisement
  • শাস্ত্রমতে, সূর্য নমস্কারের জন্য মাটির পাত্রও ব্যবহার না করা ভাল।
  • মনে করা হয়, তামার সঙ্গে সূর্যের সম্পর্ক গভীর। তাই এই ধাতুর পাত্রে সূর্যকে জল অর্পণ করতে পারলে খুবই ভাল হয়। এতে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন। তামার পাত্র সূর্যকে জল নিবেদনের জন্য শ্রেষ্ঠ হিসাবেও বিবেচিত হয়।
  • বহু মানুষ পিতলের পাত্রেও সূর্যকে জল অর্পণ করেন। তবে পুজোর কাজে পিতলের ব্যবহার শুভ হলেও, সূর্যের সঙ্গে এই ধাতুর কোনও সম্পর্ক নেই। যদিও সূর্যকে জল নিবেদনের জন্য পিতলের পাত্র ব্যবহার করা উচিত নয়, এমন কথা শাস্ত্রে বলা নেই।

সূর্যপ্রণামের সঠিক নিয়ম:

১. ব্রাহ্মমুহূর্ত বা সূর্যোদয়ের সময়কাল সূর্যপ্রণাম করার জন্য শ্রেষ্ঠ সময়। সেটা সম্ভব না হলে সূর্যোদয়ের পরবর্তী এক ঘণ্টার মধ্যে সূর্যপ্রণাম করা যেতে পারে। কাজটি প্রতি দিন করতে হবে। মাঝেমধ্যে মন চাইলে করছেন, এমন করলে হবে না।

২. সূর্যপ্রণাম করার আগে স্নান করে শুদ্ধ বসন পরা আবশ্যিক। এ ক্ষেত্রে পুরুষেরা গেরুয়া বা সাদা রঙের ধুতি পরে এবং গায়ে গামছা দিয়ে সূর্যপ্রণাম করতে পারেন।

৩. তামার ঘট জলে পরিপূর্ণ করে তাতে চিনি বা মধু মেশাতে হবে। ফুল দিতে হবে উপরে।

৪. সূর্যকে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে, এমন জায়গায় পূর্ব দিকে মুখ করে হাতে ঘট নিয়ে দাঁড়ান। তারপর দু’বাহু সোজা সূর্যের দিকে তুলে জল অর্পণ করুন। উচ্চারণ করুন সূর্যপ্রণাম মন্ত্র। তবে খেয়াল রাখতে হবে, জল ফেলার সময় তা যেন কোনও ভাবে আপনার পায়ে ছিটকে এসে না পড়ে। এতে সূর্যদেব রুষ্ট হন।

৫. সম্পূর্ণ জল অর্পণ করা হয়ে গেলে মাটি থেকে এক ফোঁটা জল আঙুলে করে নিয়ে তা নিজের কপালে ছোঁয়ান। পুনরায় মাটি থেকে আঙুলের সাহায্যে জল নিয়ে নিজের দু’চোখে লাগান। তার পর আবার জল তুলে গলায় লাগান। সূর্যপ্রণাম সম্পন্ন হয় এ ভাবেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement