জ্যোতিষশাস্ত্রের সাহায্যে আমাদের ভূত-ভবিষ্যতের নানা জিনিস
সম্বন্ধে বলে দেওয়া যায়। তবে সেটা জানার জন্য সর্বদা জন্মতারিখ বা কোষ্ঠীর
বিচার করতে হয় তা নয়। আমাদের দৈহিক বৈশিষ্ট্যে বিচার করেও নানা গোপন তথ্য বলে
দেওয়া সম্ভব। শাস্ত্র জানাচ্ছে, আমাদের দৈহিক গঠনের বিচার করে ভাগ্যে ধনী হওয়ার
যোগ রয়েছে কি না সে সম্বন্ধে জানানো সম্ভব। জেনে নিন আপনার ভাগ্যে সেই যোগ রয়েছে
কি না।
- যে সকল পুরুষদের বুকের অংশ চওড়া ও নাক লম্বা হয়, তাঁরা কম
বয়সেই সফলতার শীর্ষে পৌঁছোন। অল্প পরিশ্রম করেই এঁরা নিজেদের স্বপ্ন পূরণ করতে
পারেন। সম্পত্তি লাভেরও যোগ দেখা যায়।
- যে সকল মহিলাদের বাঁ হাতের মাঝ বরাবর তিল থাকে, তাঁরা
অত্যন্ত লক্ষ্মীমন্ত হন। এঁরা যেখানেই যান, সেখানেই অর্থ ও সম্পদের অভাব হয় না।
নিজেরাও প্রচুর অর্থের মালিক হন।
- পুরুষদের ডান হাতের মাঝে তিল থাকা শুভ বলে মনে করা হয়। এঁরা
প্রচুর অর্থ ও প্রতিপত্তি লাভ করেন। সমাজে এঁদের প্রচুর নামডাক হয়।
- পুরুষদের পায়ের পাতায় তিল থাকলে তাঁরা বিলাসবহুল জীবন
কাটানোর সুযোগ পান। এঁরা প্রচুর জমি ও গাড়ির মালিক হন।
- যে সকল জাতকদের বুকে ঘন চুল থাকে, তাঁরা জীবনে অত্যন্ত সুখী
হন। প্রচুর অর্থ লাভের যোগ থাকে। তবে সেটি না হলেও এঁরা অত্যন্ত স্বাচ্ছন্দে জীবন
কাটান। এঁদের সংসার জীবন আনন্দময় হয়।
- যাঁদের হাতে পাঁচটার পরিবর্তে ছ’টি আঙুল থাকে, তাঁরা সব
কিছু বেশি পান। এঁদের ভাগ্য অত্যন্ত ভাল হয়। জীবনে কোনও কিছুরই অভাব থাকে না।
- যে সকল পুরুষের মাথার ডান দিকে তিল থাকে, তাঁদেরও জীবনে
অর্থের অভাব থাকে না। অর্থকষ্ট কখনও এঁদের কাছে ঘেঁষতে পারে না।
- পুরুষদের ডান গালে তিল থাকাও শুভ লক্ষণ। এঁরাও জীবনে প্রচুর
অর্থ ও প্রতিপত্তি লাভ করে থাকেন।