Insecure Zodiac Signs

সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন, সঙ্গীর থেকে নিয়মিত প্রতিশ্রুতি না পেলে মুখ হাঁড়ি হয়ে যায় ছয় রাশির!

রাশিচক্রের ছয় রাশি রয়েছে যারা সঙ্গীর থেকে পাওয়া প্রতিশ্রুতিতে ভর করে জীবন কাটায়। সঙ্গী যদি এক মুহূর্তের জন্যও তাদের কথা না শোনেন তা হলে তাঁদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৮:৩০
Share:

—প্রতীকী ছবি।

সম্পর্কে বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক বয়ে নিয়ে চলা মুশকিল। যে কোনও সম্পর্কই মজবুত হয় একে অপরের প্রতি আস্থা থাকলে। বিশ্বাসের ভিত নড়ে গেলে সম্পর্কও নড়বড়ে হয়ে যায় এবং একটা সময় পর গিয়ে ভেঙে যায়। সম্পর্কে ভালবাসার প্রতিশ্রুতি দেওয়া খুবই সাধারণ ব্যাপার। তবে এক পক্ষ যদি সেটি ঘন ঘন যাচাই করতে চান তখনই হয় মুশকিল। বিপরীত দিকের মানুষ একটা সময় পর হাঁপিয়ে ওঠেন, হাঁপ ছেড়ে বাঁচার জায়গা খোঁজা শুরু করেন। অনেকে আবার মানিয়ে নেন, কিন্তু সকলের জন্য সেটা সহজ হয় না। রাশিচক্রের ছয় রাশি রয়েছে যারা সঙ্গীর থেকে পাওয়া প্রতিশ্রুতিতে ভর করে জীবন কাটায়। সঙ্গী যদি এক মুহূর্তের জন্যও তাদের কথা না শোনেন তা হলে তাদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। তালিকায় কোন কোন রাশি রয়েছে জেনে নিন।

Advertisement

কোন কোন রাশির ব্যক্তিরা সঙ্গীর থেকে নিয়মিত প্রতিশ্রুতি পেতে চান?

কর্কট: আবেগতাড়িত কর্কটের জাতক-জাতিকারা প্রতিশ্রুতিতেই ভালবাসা খুঁজে পান। এই রাশির ব্যক্তিরা চান তাঁদের সঙ্গী সর্বদা তাঁদের গুণগান গেয়ে চলুক। সঙ্গীর সমস্ত সময় জুড়ে এঁরা থাকতে চান। সেটা না হলেও এঁদের মুখ ভারী হয়ে যায়। কর্কট রাশির জাতক-জাতিকারা সব কিছুর বিচারই আবেগ দিয়ে করেন।

Advertisement

সিংহ: আত্মবিশ্বাসী সিংহের জাতক-জাতিকারাও মনের মানুষের সামনে ‘ভেজা বিড়াল’ হয়ে যান। সঙ্গীর থেকে গুরুত্ব না পেলে এঁরা মনক্ষুণ্ণ হন। সঙ্গী যে দিন প্রশংসা করেন, সেই দিনটি এঁদের মনের খাতায় রয়ে যায়। সিংহের জাতক-জাতিকারা চান তাঁদের মনের মানুষ সর্বদা তাঁদের নিয়েই মেতে থাকুক।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা সম্পর্কে সঙ্গীকে নিয়ে যতটা না সন্দেহে ভোগেন, তার চাইতেও বেশি নিজেকে নিয়ে দ্বন্দ্বে থাকেন। কন্যার জাতক-জাতিকারা ভেবে চলেন যে তাঁরা যেটা করছেন সেটা ঠিক হচ্ছে না বা সঙ্গী তাঁদের কাজে অখুশি হচ্ছেন। মনের মানুষকে সর্বদা এঁদের আশ্বাস দিয়ে চলতে হয় যে তাঁরা সম্পর্কে খুশি আছেন। তবেই শান্ত হন কন্যার জাতক-জাতিকারা।

তুলা: সব ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে ভালবাসেন তুলার ব্যক্তিরা। সঙ্গীর হাবভাবে যদি সামান্য পরিবর্তন দেখা যা, তা হলেও এঁদের মনে সন্দেহ বাসা বাঁধতে শুরু করে। এঁরা চান সঙ্গীও যেন তাঁদের মতো সব ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলেন ও তাঁদের জন্য সময় বার করেন। সেটা না হলেই এঁরা ভেঙে পড়েন। সঙ্গীর থেকে ভালবাসার প্রতিশ্রুতি পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সঙ্গীকে নিখাদ ভালবাসায় ভরিয়ে রাখেন। কিন্তু মনে মনে প্রতারিত হওয়ার ভয় পান। সেই ভয় থেকে মাঝেমধ্যে নিজেদের গুটিয়েও নেন। তবে ভালবাসার প্রতিশ্রুতি পেলে তাঁরা পুনরায় সঙ্গীর প্রতি যত্নশীল হয়ে ওঠেন। প্রতিশ্রুতিতেই বৃশ্চিকের জাতক-জাতিকারা নিরাপত্তা খুঁজে পান।

মীন: স্বপ্নের জগতে বিচরণ করে বেড়ানো মীনের জাতক-জাতিকাদের কাছে ভালবাসার প্রতিশ্রুতির গুরুত্ব বিশেষ। এঁরা বাইরে থেকে যেমনই হোন না কেন, এঁদের মন অত্যন্ত সংবেদনশীল হয়। এঁরা অল্পতেই কষ্ট পান, যদিও সেটা সর্বদা মুখে প্রকাশ করে উঠতে পারেন না। মীনের জাতক-জাতিকারা আশা রাখেন যে সঙ্গী তাঁদের মনের কথাটা বলার আগেই বুঝে নেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement