Astro Tips

স্বাস্থ্য উন্নত করার সঙ্গে সঙ্গে ভাগ্যের হাল বদলাতেও সক্ষম খাদ্য! কোন গ্রহের সঙ্গে কোন খাদ্যবস্তুর সম্পর্ক রয়েছে জেনে নিন

জন্মপত্রিকায় কোন গ্রহ দুর্বল বা খারাপ অবস্থানে রয়েছে সেটি মিলিয়ে তার সঙ্গে সম্পর্কিত খাবার খেলে ভাল ফল পাওয়া যেতে পারে। জেনে নিন কোন গ্রহকে ভাল করার জন্য কী খাবেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৩:৩৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আমাদের সুস্থ শরীরে বেঁচে থাকার নেপথ্যে খাবারের গুরুত্ব অপরিসীম। সঠিক খাবার আমাদের সুস্বাস্থ্য লাভে সহায়ক। শরীরের পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে খাবার। তবে ভাগ্যের সদ্‌গতি আনতেও যে খাবারের ভূমিকা রয়েছে, সে ব্যাপার অনেকের কাছেই অজানা। শাস্ত্রমতে, ভিন্ন ভিন্ন খাদ্যবস্তুর সঙ্গে এক একটি গ্রহের সম্পর্ক রয়েছে। জন্মপত্রিকায় কোন গ্রহ দুর্বল বা খারাপ অবস্থানে রয়েছে সেটি মিলিয়ে তার সঙ্গে সম্পর্কিত খাবার খেলে ভাল ফল পাওয়া যেতে পারে। জেনে নিন কোন গ্রহকে ভাল করার জন্য কী খাবেন।

Advertisement

কোন গ্রহের সঙ্গে কোন খাদ্যবস্তু সম্পর্কিত?

সূর্য: সম্মান, স্বাস্থ্য, আত্মবিশ্বাস ও সাফল্যের কারক গ্রহ হল সূর্য। জ্যোতিষমতে, সূর্য হল গ্রহদের রাজা। জন্মছকে রবির স্থান উন্নত করতে গম, আম ও গুড় খাদ্যতালিকার অর্ন্তভুক্ত করতে হবে।

Advertisement

চন্দ্র: যে সকল ব্যক্তির চন্দ্র উন্নত হয়, তাঁদের আবেগের উপর খুব ভাল নিয়ন্ত্রণ থাকে। কোষ্ঠীতে চাঁদ দুর্বল থাকলে আখ, চিনি, দুধ ও দুগ্ধজাত দ্রব্য খেতে হবে।

বৃহস্পতি: দেবগুরু বৃহস্পতি সহায় হলে বুদ্ধি ও শিক্ষার কোনও অভাব হয় না। সৌভাগ্য সর্বদা আমাদের সঙ্গে থাকে। জন্মপত্রিকায় বৃহস্পতির স্থান উন্নত করতে ছোলা, ছোলার ডাল, হলুদ, হলুদ রঙের ডাল, ফল ও ভুট্টা খাওয়া যেতে পারে।

রাহু-কেতু: রাহু-কেতুর ক্ষতিকারক প্রভাব যে কতটা মারাত্মক হতে পারে সে সম্বন্ধে প্রায় সকলেরই কমবেশি ধারণা রয়েছে। এই দুই গ্রহকে শান্ত রাখার জন্য বিউলি ডাল, তিল ও সর্ষের তেল খাদ্যতালিকার অর্ন্তভুক্ত করতে পারেন।

শনি: গ্রহরাজ শনির কৃপা লাভ করতে পারলে জীবনে সুখের অন্ত থাকে না। শনি কর্মফলদাতা গ্রহ। যেমন কর্ম করবেন, শনিদেবের কাছ থেকে তেমনই ফল পাবেন। এরই সঙ্গে রোজকার ডায়েটে তিল, বিউলির ডাল, চিনেবাদাম, আচার, লবঙ্গ, তেজপাতা ও বিটনুন রাখতে পারলে খুব ভাল হয়।

শুক্র: সৌন্দর্য, বিলাসিতা এবং দাম্পত্যসুখের কারক গ্রহ শুক্র। কোষ্ঠীতে শুক্র পীড়িত হলে ত্রিফলা, মুসুর ডাল, মিছরি, মুলো, শালগম, সাদা রঙের মিষ্টি খাওয়া যেতে পারে।

বুধ: বুধের প্রভাবে ব্যবসায় মুনাফা হয়। অর্থভাগ্য মজবুত করতে এই গ্রহের ভূমিকা অপরিসীম। এই গ্রহের শুভ ফল লাভ করতে সবুজ ডাল, কড়াইশুঁটি, যব, সবুজ শাকসব্জি খাওয়া যেতে পারে।

মঙ্গল: মঙ্গল অশুভ হলে জীবনে কষ্টের শেষ থাকে না। এই গ্রহকে মজবুত করার জন্য গুড়, ডাল, বেদানা, যব ও মধু খাওয়া শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement