Astro Tips for Money Luck

বর্ষশেষে অর্থবৃষ্টি! জীবনধারার মান বদলাতে পারে ছয় রাশির, সহজ এক টোটকা মানলে কমে যাবে খরচও

ছয় রাশির ব্যক্তিদের ডিসেম্বরে টাকার চিন্তা কুরে কুরে খাবে না। বছরের শেষটা তাঁদের অর্থের দিক দিয়ে খুব ভাল কাটবে। কিন্তু আয়ের পথ মসৃণ করার জন্য তাঁদের একটা সহজ টোটকা পালন করতে হবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১১:৪০
Share:

—প্রতীকী ছবি।

ডিসেম্বর মানেই পিকনিক, বন্ধুদের সঙ্গে হুল্লোড়, হরেক রকম মেলায় ঘুরতে যাওয়া, পিঠে খাওয়া প্রভৃতি আরও কত কী। আর এই সমস্ত এই শখ পূরণের জন্য চাই টাকা। টাকা না থাকলে সমস্ত আনন্দই মাটি। মাথায় অর্থচিন্তা নিয়ে প্রাণখুলে কোনও উৎসবেই মেতে ওঠা যায় না। মনের কোণে সর্বদা একটা কিন্তু কিন্তু ভাব কাজ করতে থাকে। যদিও ছয় রাশির ব্যক্তিদের ডিসেম্বরে টাকার চিন্তায় পড়তে হবে না। বছরের শেষটা তাঁদের অর্থের দিক দিয়ে খুব ভাল কাটবে। কিন্তু আয়ের পথ মসৃণ করার জন্য তাঁদের একটা সহজ টোটকা পালন করতে হবে। না হলে ফলাফল আশানুরূপ হওয়ার সম্ভাবনা কম। তালিকায় কোন কোন রাশি রয়েছে এবং কী টোটকা মানতে হবে দেখে নিন।

Advertisement

কোন কোন রাশির অর্থভাগ্য ডিসেম্বরে বদলাবে?

ডিসেম্বরে বৃষ, মিথুন, কন্যা, তুলা, বৃশ্চিক ও মকর রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্যে দারুণ বদল আসবে। এই ছয় রাশির জাতক-জাতিকারা নানা দিক থেকে আয়ের সুযোগ পাবেন। ব্যয়ের তুলনায় আয় বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

Advertisement

টোটকা:

তবে অর্থের জোগান থাকা সত্ত্বেও অনেক সময় হাতে টাকা থাকে না। ফলত লাভের লাভ কিছু হয় না। ডিসেম্বরের প্রথম দিন থেকে এই ছয় রাশির জাতক-জাতিকারা যদি একটি সহজ টোটকা পালন করতে পারেন, তা হলে বছরের শেষটা আর অর্থচিন্তা সঙ্গী হবে না।

  • লাল কাপড়ের একটা ছোট টুকরো নিয়ে তার মধ্যে একটা এক টাকার কয়েন, দু’টো এলাচ এবং দু’টো লবঙ্গ নিয়ে পুটলি মতো বানান। এ বার সেটিকে এক রাত মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। নভেম্বরের শেষ শুক্রবারও এই কাজটি করতে পারেন। খুব ভাল ফল পাবেন। পরের দিন সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ের কাছ থেকে পুটলিটি তুলে মানিব্যাগে রেখে দিন। পুরো ডিসেম্বর মাসটি সেটিকে মানিব্যাগে রেখে দিন। নিজেই ফল টের পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement