—প্রতীকী ছবি।
ডিসেম্বর মানেই পিকনিক, বন্ধুদের সঙ্গে হুল্লোড়, হরেক রকম মেলায় ঘুরতে যাওয়া, পিঠে খাওয়া প্রভৃতি আরও কত কী। আর এই সমস্ত এই শখ পূরণের জন্য চাই টাকা। টাকা না থাকলে সমস্ত আনন্দই মাটি। মাথায় অর্থচিন্তা নিয়ে প্রাণখুলে কোনও উৎসবেই মেতে ওঠা যায় না। মনের কোণে সর্বদা একটা কিন্তু কিন্তু ভাব কাজ করতে থাকে। যদিও ছয় রাশির ব্যক্তিদের ডিসেম্বরে টাকার চিন্তায় পড়তে হবে না। বছরের শেষটা তাঁদের অর্থের দিক দিয়ে খুব ভাল কাটবে। কিন্তু আয়ের পথ মসৃণ করার জন্য তাঁদের একটা সহজ টোটকা পালন করতে হবে। না হলে ফলাফল আশানুরূপ হওয়ার সম্ভাবনা কম। তালিকায় কোন কোন রাশি রয়েছে এবং কী টোটকা মানতে হবে দেখে নিন।
কোন কোন রাশির অর্থভাগ্য ডিসেম্বরে বদলাবে?
ডিসেম্বরে বৃষ, মিথুন, কন্যা, তুলা, বৃশ্চিক ও মকর রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্যে দারুণ বদল আসবে। এই ছয় রাশির জাতক-জাতিকারা নানা দিক থেকে আয়ের সুযোগ পাবেন। ব্যয়ের তুলনায় আয় বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
টোটকা:
তবে অর্থের জোগান থাকা সত্ত্বেও অনেক সময় হাতে টাকা থাকে না। ফলত লাভের লাভ কিছু হয় না। ডিসেম্বরের প্রথম দিন থেকে এই ছয় রাশির জাতক-জাতিকারা যদি একটি সহজ টোটকা পালন করতে পারেন, তা হলে বছরের শেষটা আর অর্থচিন্তা সঙ্গী হবে না।