—প্রতীকী ছবি।
প্রায় সব মানুষই নিজেদের ভাগ্য যাচাই করে দেখতে চান। ভাগ্য ভাল না খারাপ সেটা জানার ইচ্ছা সকলেরই থাকে। খারাপ ভাগ্যকে পুরোপুরি বদলানো না গেলেও তাতে সামান্য় পরিবর্তন আনা সম্ভব। তেমনই ভাগ্য যদি ভাল হয়, তাকে আরও ভাল করে তোলার জন্য বিশেষ কয়েকটা পন্থা করে দেখা যেতে পারে। বাড়িতে সামান্য কয়েকটা জিনিস রাখার মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে সুন্দর করে তুলতে পারি।
দেখে নেব কোন জিনিসগুলো রাখতে হবে:
অ্যাকোরিয়াম: বাড়িতে অ্যাকোরিয়াম রাখা খুবই শুভ বলে মানা হয়। মনে করা হয়, ঘরের ভিতর ঢুকেই যদি জলে রাখা মাছ দেখা হয়, সেটা সৌভাগ্যের জন্য খুবই উত্তম। মাছগুলো যদি ভাল থাকে, বাড়ির মানুষগুলোও খুব ভাল থাকবে। তবে অবশ্যই অ্যাকোরিয়াম পরিষ্কার করে রাখতে হবে। তাতে ময়লা জমতে দেওয়া যাবে না। সেটির যত্ন নেওয়া আবশ্যিক।
ঝর্না: বাড়ির প্রবেশপথের বাইরে ঝর্না রাখা খুবই শুভ বলে মনে করা হয়। ঘরে সাজিয়ে রাখার জন্য় যে সব নকল ঝর্না পাওয়া যায়, সেগুলি বা ঝর্নার একটা ছবি রাখলে সৌভাগ্য বৃদ্ধিতে কাজে আসে।
শুভকামনা বিড়ালের মূর্তি: বাড়িতে শুভকামনা বিড়ালের মূর্তি রাখা খুবই শুভ। এই মূর্তি বাড়িতে টাকার সুখ বয়ে নিয়ে আসে। এটা বসার ঘরের দক্ষিণ-পূর্ব কোণে রাখতে হবে।
খাটের হেডবোর্ড: হেডবোর্ড ছাড়া খাট রাখা উচিত নয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাই বাড়িতে রাখা খাটে অবশ্যই একটা হেডবোর্ড লাগান।
রঙিন ঘোড়ার ছবি: বাড়িতে এক জোড়া রঙিন ঘোড়ার ছবি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
হাতির মূর্তি: বাড়িতে হাতির মূর্তি রাখাও অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। এটি শক্তি ও সৌভাগ্যের প্রতীক।
হামসা: সৌভাগ্যের প্রতীক হিসাবে হামসা অন্যতম। উল্টানো হাতের তালুর মতো এই জিনিসটি ঘরে রাখা খুবই শুভ।
লাল দরজা: মনে করা হয়, বাড়ির প্রধান দরজা লাল রঙের করলে খুবই ভাল ফল পাওয়া যায়। এটি ঘরে সৌভাগ্য বয়ে নিয়ে আসে।