How to Please Shanidev

মার্গী শনির প্রভাব দ্বিগুণ ভয়ঙ্কর! রক্ষা পেতে প্রতি শনিবার মানুন সহজ ছয় টোটকা, শান্ত হবেন গ্রহরাজ

বর্তমানে মীন রাশিতে মার্গী হয়েছে শনি। সেই কারণে তার ফলদানের ক্ষমতাও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কর্মকারক শনিদেব যদি কোনও ব্যক্তির উপর এক বার কুদৃষ্টি বর্ষান, তা হলে জীবনে কষ্টের শেষ থাকে না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৪
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্র মতে, শনি হল ধীরগতির গ্রহ। শনি অন্যান্য গ্রহের তুলনায় যে কোনও রাশিতে বেশি দিন স্থায়ী হয়। ফলত শুভ বা অশুভ, শনি যে ফলই দান করুক না কেন, তার প্রভাবও বেশি হয়। বর্তমানে মীন রাশিতে মার্গী হয়েছে শনি। সেই কারণে তার ফলদানের ক্ষমতাও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কর্মকারক শনিদেব যদি কোনও ব্যক্তির উপর এক বার কুদৃষ্টি বর্ষান, তা হলে জীবনে কষ্টের শেষ থাকে না। কোনও কাজই সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায় না। সব ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়। মার্গী দশায় এই প্রভাব আরও বৃদ্ধি পায়। মার্গী শনিকে শান্ত রাখার জন্য তাই এই সময় শনিবার করে কয়েকটি উপায় মেনে চলতে হবে। তা হলে খানিক রেহাই মিলবে।

Advertisement

মার্গী শনিকে শান্ত রাখার উপায়:

১. বাড়িতে থাকা ছোট অশ্বত্থগাছ বা অন্য কোথাও থাকা বড় অশ্বত্থগাছের তলায় শনিবার করে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সেটিতে কয়েকটা কালো তিল দিয়ে দিন। শনিদেব সন্তুষ্ট হবেন। আপনার কোনও কাজে যদি তিনি রুষ্ট হন, তা হলে সেই রাগও কমবে।

Advertisement

২. যাঁরা শনি মার্গীর অশুভ প্রভাবে ভুগছেন, তাঁরা প্রতি দিন স্নানের পর ‘ওঁ প্রাঁ প্রীঁ প্রৌঁ সঃ শনৈশ্চরায় নমঃ’ মন্ত্রটি পাঠ করুন। খুব ভাল ফল পাবেন।

৩. হনুমানজির পুজো করলেও শনিদেবের রোষ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি শনিবার করে হনুমানজির পুজো করুন এবং হনুমান চালিশা পাঠ করুন।

৪. কালো কাপড়ের ছোট আকৃতির একটা টুকরো নিয়ে তাতে কালো তিল ও গুড় দিয়ে পুঁটলি বাঁধুন। এ বার এমন কোনও শনিমন্দিরে যান যার আশপাশে অশ্বত্থগাছ রয়েছে। শনিদেবের সামনে দাঁড়িয়ে পুঁটলিটিকে নিজের মাথার চারপাশে ঘড়ির কাঁটা অনুযায়ী সাত বার ঘোরান। তার পর অশ্বত্থগাছটির তলায় পুঁটলিটি রেখে দিয়ে সেখান থেকে চলে যান।

৫. শনিবার করে দরিদ্র শিশুদের সাধ্যমতো কিছু দান করুন। বিশাল কিছু দান করতে হবে এমন কোনও ব্যাপার নেই, সাধ্যে যা কুলোবে তা-ই মন থেকে দিলে শনিদেব খুশি হবেন। দানের ব্যাপারে মনে কোনও সংশয় রাখা যাবে না।

৬. প্রতি দিন সম্ভব হলে খুবই ভাল, না হলে শনিবার করে কালো কুকুর ও কাকদের খাবার খাওয়ান। এরা শনিদেবের খুবই প্রিয়। তাই এদের যত্ন নিলে, স্নেহ করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement