Auspicious Dreams

ভক্তের কাজে খুশি হয়ে স্বপ্নের মাধ্যমে বার্তা পাঠান শনিদেব! চার জিনিস ঘুমের মধ্যে দেখলে বুঝবেন তাঁর কৃপা পেয়েছেন

শাস্ত্রমতে, কয়েকটা জিনিস রয়েছে যা স্বপ্নে দেখা অত্যন্ত শুভ। এগুলি স্বপ্নে দেখার অর্থ হল শনিদেব আপনাকে স্বপ্নের মাধ্যমে আশীর্বাদ দান করছেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৫০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

স্বপ্ন নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে। ঘুমের মধ্যে আমরা নানা প্রকার স্বপ্ন দেখে থাকি। সে সকল স্বপ্ন দেখার নেপথ্যে কী কারণ রয়েছে বা তার অর্থই বা কী এমন নানা প্রশ্ন আমাদের মনে হামেশাই ঘুরে বেড়ায়। কিন্তু সাধারণ মস্তিষ্কে সেগুলি বোঝার ক্ষমতা আমাদের নেই। তাই কিছু উদ্ভট স্বপ্ন আমার হেসেই উড়িয়ে দিই। তবে শাস্ত্র জানাচ্ছে, সকল স্বপ্নেরই কিছু না কিছু অর্থ রয়েছে। শাস্ত্রমতে, কয়েকটা জিনিস রয়েছে যা স্বপ্নে দেখা অত্যন্ত শুভ। এগুলি স্বপ্নে দেখার অর্থ হল শনিদেব আপনাকে স্বপ্নের মাধ্যমে আশীর্বাদ দান করছেন। তিনি আপনার কোনও কাজে খুশি হয়েছেন, সেই কারণে স্বপ্নের মাধ্যমে বার্তা পাঠাচ্ছেন। কী কী জিনিস দেখা শুভ জেনে নিন।

Advertisement

স্বপ্নে কোন জিনিসগুলি দেখলে শনিদেবের আশীর্বাদ প্রাপ্তি ঘটে?

কালো কুকুর বা কাক: স্বপ্নে কাক বা কালো কুকুর দেখলে অনেকেই ভাবেন যে অশুভ কিছু ঘটতে চলেছে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। স্বপ্নে এই দু’টি জিনিস দেখতে পাওয়া খুবই শুভ। এগুলি দেখার অর্থ হল জীবন থেকে সমস্ত বাধা ধীরে ধীরে কেটে যাবে।

Advertisement

হাতির পিঠে শনিদেব: উদ্ভট লাগলেও স্বপ্নে যদি হাতির পিঠে শনিদেবকে দেখেন, তা হলে বুঝবেন শনির কৃপাদৃষ্টি আপনার উপর পড়েছে। এই স্বপ্ন অত্যন্ত বিরল। শনিদেব যখন কারও কাজে সন্তুষ্ট হন, তখন স্বপ্নে হাতির পিঠে চড়ে দেখা দেন বলে বিশ্বাস করা হয়।

শিবলিঙ্গ: স্বপ্নে শিবলিঙ্গ দেখাও অত্যন্ত শুভ। এর অর্থ আপনি শনিদেব ও মহাদেব, উভয়েরই কৃপা লাভ করেছেন। এতে স্বাস্থ্যের উন্নতি ঘটে ও জীবন পজ়িটিভ শক্তিতে ভরে ওঠে। এরই সঙ্গে অর্থক্ষেত্রেও উন্নতি লাভ হয়।

শনি মন্দির: স্বপ্নে আসা শনি মন্দির কর্মজীবনে উন্নতির ইঙ্গিত দেয়। এমন স্বপ্ন দেখার পর শনি মন্দিরে কালো তিল, কম্বল বা সর্ষের তেল দান করে সুফল প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement