প্রতীকী: লকডাউনে শুনশান রাস্তায় গাছের যত্নে ব্যস্ত কর্মী। জিয়ো কেন্দ্রের সামনে। যে দিন এমনই যত্নে ফেসবুকের হাতে হাত রাখলেন জিয়ো-কর্তা। ছবি: এএফপি
বছর চারেক আগে দেশের মোবাইল পরিষেবা ব্যবসায় পা রেখে হইচই ফেলে দিয়েছিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। তাদের শাখা রিলায়্যান্স জিয়ো ইনফোকম বাজারে আসার পরেই শুরু হয়েছিল তীব্র মাসুল যুদ্ধ। আর এ বার ই-কমার্স পরিষেবায় আরও বেশি করে পা রাখতে করোনা আবহের মধ্যেই মার্কিন সোশ্যাল মিডিয়া সংস্থা ফেসবুকের হাত ধরল মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিয়ো প্ল্যাটফর্ম। বিশ্ব জুড়ে মানুষ যখন ঘরবন্দি থেকে কাজ করতে অভ্যস্ত হচ্ছে, তখনই আচমকা এত বড় দুই সংস্থার চুক্তি নিঃসন্দেহে ব্যবসার নতুন দুনিয়া খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।b
বুধবার রিলায়্যান্স জানিয়েছে, জিয়ো প্ল্যাটফর্মে ৫৭০ কোটি ডলার লগ্নি করে ৯.৯৯% অংশীদারি হাতে নিয়েছে ফেসবুক। আর দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের এই বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি লগ্নির হাত ধরে তাদের পর্ষদে জায়গা পাবেন ফেসবুকের সদস্য। যেখানে ইতিমধ্যেই রয়েছেন মুকেশের যমজ ছেলেমেয়ে ইশা এবং আকাশ। সব মিলিয়ে জিয়ো প্ল্যাটফর্মের মূল্যায়ন দাঁড়াবে প্রায় ৪.৬২ লক্ষ কোটি টাকা। গত অক্টোবরে তৈরি যে প্ল্যাটফর্মের ছাতায় তলায় রয়েছে জিয়ো মার্টের মতো ই-কমার্স ব্যবসা। তালিকায় সামিল জিয়োর মোবাইল ও ব্রডব্যান্ড এবং রিলায়্যান্সের কেব্ল পরিষেবাও।
বিশেষজ্ঞদের মতে, ভারতে ওয়ালমার্টের শাখা ফ্লিপকার্ট ও মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজ়নকে টেক্কা দিতে জিয়ো মার্টকে সাহায্য করবেন এ দেশে প্রায় ২৫ কোটি ফেসবুক ব্যবহারকারী। পাশাপাশি, ছোট দোকানদারদের অনলাইন বাজারে টেনে আনতে কাজে লাগবে ফেসবুকের শাখা হোয়াটসঅ্যাপের প্রায় ৪০ কোটি গ্রাহক। এ দিন ভিডিয়ো ম্যাসেজে মুকেশ নিজেও মেনেছেন, হোয়াটঅ্যাপকে সঙ্গী করে প্রায় তিন কোটি ছোট দোকানকে অনলাইনে জায়গা করে দেওয়াই তাঁদের লক্ষ্য। আর ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা এবং কর্ণধার মার্ক জ়াকারবার্গের বক্তব্য, ভারতে তাঁদের ব্যবসা আরও ছড়াতে সাহায্য করবে এই চুক্তি।
চুক্তি বৃত্তান্ত
• রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের জিয়ো প্ল্যাটফর্মে ৫৭০ কোটি ডলার (প্রায় ৪৩,৫৭৪ কোটি টাকা) ঢালল মার্কিন সোশ্যাল মিডিয়া ফেসবুক।
• হাতে নিল ৯.৯৯% অংশীদারি। ফলে ফেসবুকই এখন জিয়োর সংখ্যালঘু লগ্নিকারীদের মধ্যে সব চেয়ে বড়।
• এই লগ্নির ফলে জিয়ো প্ল্যাটফর্মের মোট মূল্য হল ৪.৬২ লক্ষ কোটি টাকা (প্রায় ৬৫৯৫ কোটি ডলার)।
• ফেসবুকের জন্য ইসু করা হবে নতুন শেয়ার।
• জিয়ো প্ল্যাটফর্মের পরিচালন পর্ষদে আসবেন ফেসবুকের সদস্য।
• ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এটিই সব চেয়ে বড় প্রত্যক্ষ বিদেশি লগ্নি।
ভারতে কে কোথায়
• জিয়োর মোবাইল গ্রাহক প্রায় ৩৮.৮ কোটি।
• ফেসবুক করেন ২৫ কোটি।
• ফেসবুকের ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন প্রায় ৪০ কোটি।
পাখির চোখ
• জিয়োর পরিষেবা ব্যবহারকারীর মাধ্যমে ভারতে ব্যবসা বাড়াতে চায় ফেসবুক।
• নজর হোয়াটসঅ্যাপ মারফত লেনদেন সংক্রান্ত পরিষেবায়।
• রিলায়্যান্সের লক্ষ্য, জিয়ো-মার্ট (ই-কমার্স) পরিষেবা ছড়ানো ও প্রায় ১.৫৩ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ কমানো।
• ফেসবুকের লগ্নির ১৫,০০০ কোটি টাকা হাতে রাখবে জিয়ো। বাকিটা ব্যবহার হবে ঋণ শোধে।
• ভবিষ্যতে প্রায় ৩ কোটি ছোট দোকানকে হোয়াটসঅ্যাপ ও জিয়োর পরিষেবার মাধ্যমে অনলাইনে টেনে আনতে চায় রিলায়্যান্স।
ইতিমধ্যেই
• প্রায় ১৫০০ কোটি ডলারে তেল ব্যবসার ২০% বেচতে সৌদি তেল দৈত্য অ্যারামকোর সঙ্গে কথা চালাচ্ছে রিলায়্যান্স।
• প্রায় ৭০০০ কোটি টাকায় ব্রিটিশ সংস্থা বিপি-কে তেলের খুচরো বিক্রির ব্যবসার একাংশ বিক্রি করেছে তারা। বেচেছে নিজেদের তেল ব্লকের অংশও।
যে অশোধিত তেল ব্যবসা থেকে রিলায়্যান্সের মুনাফার বেশির ভাগটা আসত, সেখানেই গত ক’বছরে ধাক্কা খাচ্ছে তেল শোধন বাবদ আয়। এই অবস্থায় পাঁচ বছর আগে ‘‘ডেটাই এখন নতুন তেল’’ এই বার্তা দিয়েই জিয়োকে বাজারে আনার কথা ঘোষণা করেছিলেন মুকেশ। সংশ্লিষ্ট মহলের তাই মত, আগামী দিনে যে আরও বেশি করে প্রযুক্তি ব্যবসায় রিলায়্যান্স জোর দেবে তা প্রত্যাশিতই ছিল। সেই পথে এক ধাপ এ দিনের চুক্তি।
আরও পড়ুন: সুর নরম ট্রাম্পের, সংশয় থাকছেই
আরও পড়ুন: জিয়ো-ফেসবুকের গাঁটছড়ায় খুলে যাবে ক্ষুদ্র বাণিজ্যের নতুন দিগন্ত, মত অর্থনীতিবিদদের
তার উপরে গত ক’বছরে টানা জিয়োয় লগ্নি চালাতে গিয়ে চওড়া হয়েছে রিয়াল্যান্সের ধারের বোঝা। ২০২১-এর মধ্যে যা কমানোর লক্ষ্য স্থির করেছেন অম্বানী। ফেসবুকের সঙ্গে জোট সেই সমস্যাও কিছুটা সমাধানে সাহায্য করবে মত বিশেষজ্ঞদের।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)