ইপিএফও জানিয়েছে, পিএফ তহবিলে জমা, প্রত্যাহার বা মোট সম্পদ জানতে এতদিন সংস্থার পাশবই পোর্টালে লগইন করতে হত। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) পোর্টালে সদস্যদের একটি ‘লগইন’-এর মধ্যেই সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়ার ব্যবস্থা চূড়ান্ত করল পিএফ সংস্থা (ইপিএফও)। আজ এক সাংবাদিক বৈঠকে এই সুবিধা চালুর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়। জানিয়েছেন, এর ফলে সাত কোটিরও বেশি সদস্য উপকৃত হবেন। কমবে অভিযোগ ও বিবাদের সংখ্যা।
ইপিএফও জানিয়েছে, পিএফ তহবিলে জমা, প্রত্যাহার বা মোট সম্পদ জানতে এতদিন সংস্থার পাশবই পোর্টালে লগইন করতে হত। আজ থেকে ‘পাশবুক লাইট’ নামে নতুন সুবিধা চালু হয়েছে তাদের সদস্য পোর্টালে (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/)। সেখানে তহবিল সংক্রান্ত সব তথ্য মিলবে। পোর্টালে পাওয়া যাবে অন্যান্য সুবিধাও। তবে মন্ত্রী জানান, তহবিল সম্পর্কে রেখচিত্র-সহ বিশদ তথ্য দেখতে সদস্যেরা চাইলে পুরনো পাশবই পোর্টালও খুলতে পারেন। কর্মস্থল বদল করলে পিএফ অ্যাকাউন্টের বদলি সংক্রান্ত যাবতীয় বিষয় ‘অ্যানেক্সচার-কে’ থেকে দেখতে পারবেন সদস্য। আগে এই সুবিধাছিল না।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে