সাময়িক ছাড় গোষ্ঠীকে

আইএল অ্যান্ড এফএস ঋণ মেটাতে না পারায় তার বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে গিয়েছে বেশ কিছু ঋণদাতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০২:৪৯
Share:

আইএল অ্যান্ড এফএস এবং তার ৩৪৮টি শাখায় সাময়িক স্বস্তি। ছবি: রয়টার্স।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিকাঠামোয় ঋণদাতা সংস্থা আইএল অ্যান্ড এফএস এবং তার ৩৪৮টি শাখার বিরুদ্ধে সমস্ত চালু মামলা ও নতুন আইনি প্রক্রিয়া শুরুর উপরে স্থগিতাদেশ দিল জাতীয় কোম্পানি আইন আপিল ট্রাইবুনাল (এনসিএলএটি)। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের আর্জির ভিত্তিতে এই নির্দেশ। ঋণদাতাদের সরকারের আর্জির উত্তর দিতেও বলেছে তারা।

Advertisement

আইএল অ্যান্ড এফএস ঋণ মেটাতে না পারায় তার বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে গিয়েছে বেশ কিছু ঋণদাতা। মন্ত্রকের দাবি ছিল, আইনি প্রক্রিয়া শুরু হলে নতুন পর্ষদ কাজ করার সুযোগ পাবে না। সংস্থা চাঙ্গা করার প্রক্রিয়াও ধাক্কা খাবে। তাই ৯০ দিনের জন্য সব ধরনের আইনি ও ঋণ ফেরতের প্রক্রিয়ায় স্থগিতাদেশের আর্জি জানিয়েছিল তারা। এনসিএলটি সেই আর্জি খারিজ করে। তার পরেই এনসিএলএটিতে যায় মন্ত্রক। এ দিনের রায়কে স্বাগত জানিয়েছে কর্পোরেট মন্ত্রক ও আইএল অ্যান্ড এফএস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement