অনাদায়ী ঋণ সামলাতে বিশেষ বিভাগ স্টেট ব্যাঙ্কে

তিন বছরের জন্য দায়িত্ব পাওয়ার পরেই পূর্ণ ডিরেক্টরদের নেতৃত্বে চলা ব্যাঙ্কের বিভিন্ন ব্যবসা ঢেলে সাজছেন কুমার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ০১:২৮
Share:

প্রতীকী ছবি।

এই প্রথম মাত্রা ছাড়িয়েছে অনুৎপাদক সম্পদের বোঝা। তা সামলাতে তাই বিশেষ একটি বিভাগ তৈরি করলেন স্টেট ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান রজনীশ কুমার। যার মাথায় থাকছেন একজন এমডি। পরিচালনার দক্ষতা বাড়াতে শীর্ষ এবং মাঝারি স্তরের পরিচালন ব্যবস্থা ঢেলে সাজার যে প্রক্রিয়া শুরু হয়েছে দেশের বৃহত্তম এই ব্যাঙ্কে, এই পদক্ষেপ তারই অন্যতম অঙ্গ।

Advertisement

তিন বছরের জন্য দায়িত্ব পাওয়ার পরেই পূর্ণ ডিরেক্টরদের নেতৃত্বে চলা ব্যাঙ্কের বিভিন্ন ব্যবসা ঢেলে সাজছেন কুমার। অনুৎপাদক সম্পদ কমানো এবং পাঁচ সহযোগী ব্যাঙ্ক ও ভারতীয় মহিলা ব্যাঙ্কের সঙ্গে মিশে যাওয়ার পরে বেড়ে যাওয়া ব্যবসার সুযোগ উসুল করতেই এই উদ্যোগ বলে এর আগেই দাবি করেছিলেন তিনি। যার আওতায় আগে কর্পোরেট ব্যাঙ্কিং গ্রুপের প্রধান বি শ্রীরামকে কর্পোরেট ও গ্লোবাল ব্যাঙ্কিংয়ের এমডি করা হয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ঋণ খেলাপের হাত ধরে অনুৎপাদক সম্পদ উদ্বেগজনক জায়গায় পৌঁছে যাওয়ায় এ বার ‘স্ট্রেসড অ্যাসেটস রিজলিউশন গ্রুপ’ নামে নতুন বিভাগও তৈরি করা হল। নতুন এমডি-র নাম জানানো হয়নি। তবে এই বিভাগের কাজকর্মও দেখবেন শ্রীরাম। প্রসঙ্গত, জুনে শেষ হওয়া ওই তিন মাসে স্টেট ব্যাঙ্কের মোট অনুৎপাদক সম্পদ ৭.৪০% থেকে বেড়ে হয়েছে ৯.৯৭%।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement