ভারতে একগুচ্ছ নতুন পরিষেবা গুগ্‌লের

আঠারো বছরে পা দিয়ে সদ্য সাবালক হয়েছে গুগ্‌ল। আর তারপরই মঙ্গলবার ভারতের জন্য একগুচ্ছ নতুন পরিষেবা আনল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ফোন যে-প্রযুক্তিতেই চলুক না-কেন অথবা ইন্টারনেটের গতি যা-ই হোক না-কেন— এই পরিষেবার মাধ্যমে দ্রুত নেট ব্যবহারের স্বাদ মিলবে বলে তাদের দাবি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০২:২৩
Share:

আঠারো বছরে পা দিয়ে সদ্য সাবালক হয়েছে গুগ্‌ল। আর তারপরই মঙ্গলবার ভারতের জন্য একগুচ্ছ নতুন পরিষেবা আনল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ফোন যে-প্রযুক্তিতেই চলুক না-কেন অথবা ইন্টারনেটের গতি যা-ই হোক না-কেন— এই পরিষেবার মাধ্যমে দ্রুত নেট ব্যবহারের স্বাদ মিলবে বলে তাদের দাবি। লক্ষ্য সকলের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া, সে জন্য উপযুক্ত পরিষেবা দেওয়া ও তার ক্ষেত্র তৈরি করা।

Advertisement

এ দিন আনা পরিষেবাগুলির মধ্যে রয়েছে, গুগ্‌ল স্টেশন, ইউটিউব গো ভিডিও অ্যাপ এবং ক্রোম ব্রাউজারের (ইন্টারনেটে তথ্য খোঁজার সার্চ ইঞ্জিন) নতুন সংস্করণ। গুগ্‌লের দাবি, টুজি সংযোগের ক্ষেত্রে নতুন ক্রোম ব্রাউজারে দ্বিগুণ গতিতে পেজ লোড (নেট-এ দেখানো) হবে। ফলে বাঁচবে খরচও। এ ছাড়াও মঙ্গলবার টুজি প্রযুক্তি চালিত ফোনে দ্রুত গুগ্‌ল প্লে চালানোর সুবিধা এনেছে তারা।

এর আগেই ভারতীয় রেলের সঙ্গে জোট বেঁধে রেল স্টেশনগুলিতে ওয়াই-ফাই পরিষেবা দেওয়া শুরু করেছে মার্কিন সংস্থাটি। আর এ বার যেখানে অনেক মানুষ একসঙ্গে জড়ো হন, (যেমন- শপিং মল, কাফে ইত্যাদি) সেই সব জায়গাতেও নেট পরিষেবা দিতে গুগ্‌ল স্টেশন আনল তারা। সংস্থার ভাইস প্রেসিডেন্ট সিজার সেনগুপ্ত জানান, এই পরিষেবা ছড়াতে ওয়াই-ফাই হটস্পট তৈরির কাজ করবে গুগ্‌ল।

Advertisement

শুধু বর্তমান ব্যবহারকারীরা নন, আগামী দিনেও যাতে মানুষ হাতের মুঠোতেই দ্রুতগতির নেট পেতে পারেন, তার জন্য নিত্যনতুন পণ্য আনতে চায় সংস্থা। সিজারবাবু বলেন, ভারতে নবীন প্রজন্মের হাত ধরে তৈরি হচ্ছে নেট ব্যবহারের নতুন ধারা। সেই বাজার ধরতে আঞ্চলিক ভাষাকেই পাখির চোখ করছে সংস্থা। প্রসঙ্গত, চলতি বছরের মধ্যেই সদ্য বাজারে আসা নিজেদের অ্যালো মেসেজিং অ্যাপে হিন্দিতে কথা বলার সুযোগ দেওয়া হবে বলে এ দিনই জানিয়েছে গুগ্‌ল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement