—প্রতীকী চিত্র।
আগামী অর্থবর্ষে (২০২৬-২৭) ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৯% হতে পারে, পূর্বাভাস মূল্যায়ন সংস্থা ইন্ডিয়া রেটিংসের। যা এই অর্থবর্ষের অনুমানের তুলনায় বেশ কম। তবে সংস্থাটির মতে, অর্থনীতি থাকবে মসৃণই। তাতে জ্বালানি জোগাবে আয়করের কমে যাওয়া স্তর ও হার, জিএসটি হ্রাস এবং বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি। যা আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা থেকে রক্ষা করবে অর্থনীতিকে। চলতি অর্থবর্ষের জন্য তাদের পূর্বাভাস, প্রকৃত জিডিপি হতে পারে ৭.৪% এবং মূল্যবৃদ্ধির হিসাব বাদে অনুমান ৯%।
ইন্ডিয়া রেটিংসের মুখ্য অর্থনীতিবিদ দেবেন্দ্রকুমার পন্থ বলেন, ‘‘আর্থিক বৃদ্ধির চড়া হার এবং মূল্যবৃদ্ধির গড় হার ৩.৮% হওয়ার কারণে দেশের অর্থনীতিতে ‘সুদিন’ বহাল থাকবে। তার উপরে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলে শুল্ক কমার সম্ভাবনা। তা বৃদ্ধির পালে আরও গতি আনবে।’’ এ দিকে ডলারের সাপেক্ষে টানা পড়ে চলেছে টাকার দাম। মূল্যায়ন সংস্থাটির ধারণা, আগামী বছরে তা আরও নামবে। ডলার পৌঁছতে পারে ৯২.২৬ টাকায়।
জিডিপি-র সাপক্ষে কেন্দ্রের ঋণও এ বছরের আনুমানিক ৫৬.৩% থেকে কমে পরের বছরে ৫৫.৫% হবে বলে মনে করে ইন্ডিয়া রেটিংস। আয়কর এবং জিএসটি কমায় ২০২৫-২৬ সালে রাজস্ব আদায় দু’লক্ষ কোটি টাকা কমতে পারে। তবে সব মিলিয়ে রাজকোষ ঘাটতি বাজেট লক্ষ্যমাত্রার (৪.৪%) মধ্যেই থাকার সম্ভাবনা।
এ দিকে, ইতিমধ্যেই আমেরিকার শুল্কের কারণে জেরবার হচ্ছে রফতানি শিল্প। সংস্থাটির দাবি, সে ক্ষেত্রে ব্রিটেন, নিউ জ়িল্যান্ড, ওমানের মতো দেশের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি ধাক্কা সামলাতে সাহায্য করবে। এতে আরও বেশি বিদেশি লগ্নি আসবে ভারতে। যা চলতি খাতে ঘাটতিকেও বেঁধে রাখতে পারে নির্দিষ্ট লক্ষ্যে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে