FDI Withdrew from Market

দু'মাসে সরল এক লক্ষ কোটির বিদেশি লগ্নি, নির্মলা বললেন, উন্নতি করছে অর্থনীতি

এই দিনই নির্মলা জানান, সরকার এবং রিজ়ার্ভ ব্যাঙ্ক হাতে হাত মিলিয়ে কাজ করছে। লক্ষ্য, মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে এনে আর্থিক বৃদ্ধিকে ঠেলে তোলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৯
Share:

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি: নতুন বছর দু’মাসও পেরোয়নি। তার মধ্যেই ভারতে প্রায় এক লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করে তহবিল তুলে নিয়েছে বিদেশি লগ্নি সংস্থাগুলি। গত অক্টোবর থেকে প্রায় ১.৫৬ লক্ষ কোটি। এতে পড়ছে বাজার। শেয়ার সম্পদ হারাচ্ছেন লগ্নিকারীরা। এ নিয়ে যখন দেশ জুড়ে আশঙ্কা বাড়ছে, তখন আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দাবি করলেন, শেয়ার বেচে বিদেশি লগ্নিকারীদের সরে যাওয়া ভারত থেকে মুখ ফেরানো নয়। ভারতীয় অর্থনীতি উন্নতি করছে। তাই এখানে শেয়ার কিনে অন্য অনেক দেশের তুলনায় ভাল মুনাফা করা যাচ্ছে। লগ্নিকারীরা সেই লাভই ঘরে নিয়ে যাচ্ছেন। সেই দলে শামিল বিদেশি লগ্নি সংস্থাগুলিও।

Advertisement

এ দিকে, এই দিনই নির্মলা জানান, সরকার এবং রিজ়ার্ভ ব্যাঙ্ক হাতে হাত মিলিয়ে কাজ করছে। লক্ষ্য, মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে এনে আর্থিক বৃদ্ধিকে ঠেলে তোলা।

বিশেষজ্ঞদের অবশ্য মত, নানা কারণে সরছে বিদেশি লগ্নি। যেমন, আমেরিকায় ট্রাম্প প্রশাসনের আগ্রাসী শুল্ক-নীতিতে ভারতের মতো উন্নয়নশীল দেশের বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা, চাঙ্গা ডলার সূচক, দুর্বল টাকা, এমনকি আমেরিকায় খুব বেশি সুদ না কমার ইঙ্গিতও। অর্থমন্ত্রীর দাবি, ‘‘ভারতীয় বাজার, অর্থনীতি যেখানে দাঁড়িয়ে, সেখানে লগ্নির ভাল রিটার্ন দেওয়ার আবহ তৈরি হয়েছে। সেই মুনাফা তোলা চলছে।’’ যদিও অর্থসচিব তুহিন কান্ত পাণ্ডের বক্তব্য, বিদেশি লগ্নি আন্তর্জাতিক অনিশ্চয়তার কারণে নিজেদের দেশে সরছে। সিংহভাগ আমেরিকায়। তবে এই ঝোঁক সাময়িক। কারণ, ভারতীয় বাজার পোক্ত। দেশ এখনও বিশ্বের দ্রুততম বৃদ্ধির অর্থনীতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement