Union Budget 2026

প্রভিডেন্ট ফান্ড থেকে ক্রিপ্টো মুদ্রায় কর ছাড়! আসন্ন বাজেটে জোড়া উপহার দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ?

চলতি বছরের ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ বারের বাজেটে প্রভিডেন্ট ফান্ড ও ক্রিপ্টো মুদ্রায় কমবে কর? এই নিয়ে আমজনতার মধ্যে চড়ছে প্রত্যাশার পারদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৪:৩২
Share:

—প্রতীকী ছবি।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার পরেই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ বারও কি সেখানে হবে বড় কোনও কর ছাড়ের ঘোষণা? জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর বাজেট ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। এই পরিস্থিতিতে প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও ক্রিপ্টো মুদ্রায় করের উপর সর্বাধিক নজর রাখছেন আর্থিক বিশ্লেষক থেকে শুরু করে আমজনতা।

Advertisement

আসন্ন বাজেটের ব্যাপারে অনলাইনে জনসাধারণের থেকে মতামত চেয়েছিল নির্মলার মন্ত্রক। সূত্রের খবর, ইতিমধ্যেই সেখানে জমা পড়েছে কয়েক লক্ষ অনুরোধ। এর একটা বড় অংশই প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বলে জানা গিয়েছে। কারণ, পিএফ পুরোপুরি কর মুক্ত নয়। এ বারের বাজেটে সেই নিয়ম পাল্টে প্রভিডেন্ট ফান্ডের সুদে আয়করের মাত্রা শূন্য করে দিক কেন্দ্র, চাইছে আমজনতার একাংশ।

বর্তমানে কোনও ব্যক্তির পিএফ অ্যাকাউন্টে বছরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত জমা পড়লে, তার থেকে প্রাপ্ত সুদের উপর কোনও রকমের আয়কর নেয় না সরকার। কিন্তু টাকার অঙ্ক তার চেয়ে বেশি হলে সেখান থেকে প্রাপ্ত সুদে দিতে হয় কর। এ বারের বাজেটে এই নিয়মেরই বদল চাইছেন একাংশ। এতে ভবিষ্যত সঞ্চয় যে কিছুটা বাড়বে, তা বলাই বাহুল্য।

Advertisement

রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থার কর্মীদের পিএফ নিয়ন্ত্রণকারী সংস্থা হল ‘এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন’ বা ইপিএফও। এতে চাকরিজীবী এবং তাঁর নিয়োগকারী সংস্থা, দু’জনকেই টাকা জমা করতে হয়। এ-হেন ইপিএফওর অবদানের উপর কর পুরোপুরি অপসারণের দাবিও প্রচুর পরিমাণে পেয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। পাশাপাশি এ বারের বাজেটে ন্যূনতম মজুরি বৃদ্ধির ব্যাপারে নির্মলা বড় ঘোষণা করবেন বলে আশাবাদী অনেকেই।

এ ব্যাপারে ইতিমধ্যেই গণমাধ্যমে মুখ খুলেছে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। তাদের দাবি, গত ১১ বছর ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধি করেনি কেন্দ্র। এর জেরে ইপিএফওর অবদান কমেছে। ফলে বেসরকারি সংস্থার কর্মীদের বড় অংশই অবসরজীবনে সামান্য পেনশন পান। আসন্ন বাজেটে এই দিকে সরকার নজর দিক, চাইছে দেশের অধিকাংশ শ্রমিক সংগঠন।

গত বছর (পড়ুন ২০২৫ সালে) ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর থেকেই ভাল রিটার্ন দিচ্ছে ক্রিপ্টো মুদ্রা। ফলে ভারতেও এতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে লগ্নি। আর তাই এ বারের বাজেটে ক্রিপ্টো মুদ্রার উপর করের মাত্রা সরকার ২০ শতাংশে নামিয়ে আনুক, চাইছেন বিনিয়োগকারীরা। এতে এখন ৩০ শতাংশ কর এবং এক শতাংশ টিডিএস নিচ্ছে কেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement