SBI ATM Charges Hike

নগদ তোলা থেকে টাকা জমা, মিনি স্টেটমেন্টেও অতিরিক্ত চার্জ! কতটা বাড়ল স্টেট ব্যাঙ্কের এটিএম ব্যবহারের খরচ?

নতুন বছরে ফের এটিএমের খরচ বৃদ্ধি করল ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ বা এসবিআই। নতুন নিয়মে এখন থেকে প্রতি লেনদেনে কতটা অতিরিক্ত চার্জ নেবে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৭:১২
Share:

—প্রতীকী ছবি।

নতুন বছরের গোড়াতেই ধাক্কা। ফের এটিএম ব্যবহারের চার্জ বৃদ্ধি করল ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ বা এসবিআই। শুধু তা-ই নয়, ‘অটোমেটেড ডিপোজ়িট-কাম-উইথড্রয়াল মেশিন’-এ লেনদেনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের কর বাবদ এ বার থেকে গুনতে হবে বেশি টাকা। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ফলে ২০২৬ সালে কতটা বাড়ছে এটিএমের খরচ? বিনামূল্যে কী ভাবে ব্যবহার করা যাবে ওই মেশিন? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

এসবিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে নগদ তোলার ক্ষেত্রে এ বার থেকে গ্রাহকদের ‘পণ্য ও পরিষেবা কর’ বা জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) বাবদ দিতে হবে ২৩ টাকা। আগে এই পরিমাণ ছিল ২১ টাকা। এ ছাড়া ব্যালেন্স অনুসন্ধান বা মিনি স্টেটমেন্টের মতো লেনদেনবিহীন আর্থিক কাজের খরচও বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে এগুলি জানলে এ বার থেকে ১০ টাকার বদলে ১১ টাকা খরচ করতে হবে গ্রাহককে।

স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের খরচ বেশ বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই এটিএমের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। উল্লেখ্য, গত বছরের (পড়ুন ২০২৫ সাল) ফেব্রুয়ারির পর থেকে এই নিয়ে দ্বিতীয় বার সংশ্লিষ্ট চার্জ বৃদ্ধি করল এসবিআই। সেভিংস এবং বেতন অ্যাকাউন্ট ব্যবহারকারীদের উপর এর সর্বাধিক প্রভাব দেখা যাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিনামূল্যের লেনদেনের সীমা ছাড়িয়ে এসবিআইয়ের বাইরের এটিএম ব্যবহার করলে তবেই এই নিয়ম প্রযোজ্য হবে।

Advertisement

সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের ক্ষেত্রে বিনামূল্যে মাসিক লেনদেনের সংখ্যায় অবশ্য কোনও পরিবর্তন করেনি স্টেট ব্যাঙ্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারকারীরা প্রতি মাসে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে পাঁচ বার নিখরচায় টাকা তুলতে বা জমা করতে এবং ব্যালেন্স অনুসন্ধান ও মিনি স্টেটমেন্ট সংগ্রহের মতো অ-আর্থিক পরিষেবা পাবেন। এই সীমা পেরিয়ে গেলে সংশোধিত চার্জ প্রযোজ্য হবে।

এত দিন পর্যন্ত এসবিআইয়ের বেতন অ্যাকাউন্ট গ্রাহকেরা অন্য ব্যাঙ্কের এটিএমে বিনামূল্যে যত বার খুশি লেনদেন করতে পারতেন। নতুন নিয়মে মাত্র ১০ বার নিখরচায় সেখান থেকে টাকা তোলা বা জমা করার সুযোগ পাবেন তাঁরা। ওই সীমা পেরিয়ে গেলেই সংশ্লিষ্ট গ্রাহকদের প্রতি বার টাকা তোলার জন্য ২৩ টাকা করে জিএসটি এবং অ-আর্থিক লেনদেনের জন্য ১১ টাকা করে চার্জ দিতে হবে।

তবে নতুন নিয়মে সমস্ত এসবিআই গ্রাহক যে প্রভাবিত হবেন, এমনটা নয়। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি জানিয়েছে, এর জেরে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজ়িট অ্যাকাউন্টের চার্জ আগের নিয়মেই কাটা হবে। এসবিআইয়ের ডেবিট কার্ড থাকলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের এটিএম বিনামূল্যে ব্যবহার করা যাবে। পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির গ্রাহকরা এর এটিএম থেকে বিনামূল্যে সীমাহীন কার্ডবিহীন নগদ তুলতে পারবেন। সংশোধিত চার্জের আওতার বাইরে কিসান ক্রেডিট কার্ডকেও রেখেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement