বাজেটে উপেক্ষিত, আক্ষেপ ছোট-মাঝারি সংস্থার

দেশে সব থেকে বেশি কর্মসংস্থানের সূত্র ছোট ও মাঝারি শিল্প। তা সত্ত্বেও এ বারের বাজেটে তারা খানিকটা উপেক্ষিতই থেকে গিয়েছে বলে অভিযোগ এই শিল্পের বিভিন্ন সংগঠনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০৩:৪৮
Share:

দেশে সব থেকে বেশি কর্মসংস্থানের সূত্র ছোট ও মাঝারি শিল্প। তা সত্ত্বেও এ বারের বাজেটে তারা খানিকটা উপেক্ষিতই থেকে গিয়েছে বলে অভিযোগ এই শিল্পের বিভিন্ন সংগঠনের।

Advertisement

বাজেটে অর্থমন্ত্রী ‘প্রিজাম্পটিভ’ বা গড় আয়ের ভিত্তিতে হিসাব করা ছাড়ের সীমা বাড়িয়েছেন। শিল্পমহল সূত্রের খবর, আগে ব্যবসার অঙ্ক এক কোটি টাকার মধ্যে থাকলে ‘অডিট’ বাধ্যতামূলক ছিল না। বাজেটে তা বাড়িয়ে ২ কোটি টাকা করার কথা বলেছেন জেটলি। কিন্তু এই শিল্পের দুই সংগঠন ফসমি ও ফ্যাক্সি তাতে খুশি নয়। ফ্যাকসি-র প্রেসিডেন্ট হিতাংশ গুহর দাবি, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পণ্যের দামও বেড়েছে। সেই হিসেবে বছরে ব্যবসার অঙ্কও এমনিতেই বেড়ে গিয়েছে। ফলে ছাড়ের সীমা বাড়লে যত শিল্পোদ্যোগী উদ্যোগী হবেন বলে আশা করা হচ্ছে, বাস্তবে তা হবে না।

বস্তুত, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নের জন্য এই বাজেটে কার্যত কিছুই নেই বলেই মনে করেন বেঙ্গল ন্যাশনাল চেম্বারের প্রেসিডেন্ট জি পি সরকার ও ফসমি-র প্রেসিডেন্ট বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথবাবুর দাবি, পরিষেবা কর ও কয়লার দাম বৃদ্ধির জেরে বরং ভুগতে হবে ছোট-মাঝারি শিল্পকে। কৃষিঋণে কেন্দ্র বিশেষ সুবিধা দিলেও এই শিল্প সে রকম কিছু না-পাওয়ায় হতাশ তাঁরা।

Advertisement

এটিকে কৃষকমুখী বাজেট হিসেবেই দেখছেন এই শিল্পের আর এক সংগঠন ‘ফিসমে’-র সেক্রেটারি জেনারেল অনিল ভরদ্বাজও। তবে ‘মেক-ইন-ইন্ডিয়া’ কর্মসূচি নিয়ে যা প্রচার চলেছে, বাজেটে তার প্রতিফলন নেই দেখে হতাশ তিনি। তবে ‘প্রিজাম্পটিভ’ করের সীমা বৃদ্ধি ছোট ও মাঝারি শিল্প, বিশেষ করে খুচরো বিক্রেতা ও ব্যবসায়ীদের পক্ষে সুবিধাজনক হবে বলেই মনে করেন তিনি।

তবে বাজেটে ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’ প্রকল্পে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা করার যে-প্রস্তাব জেটলি দিয়েছেন, তাতে খুশি ক্ষুদ্র-ঋণ শিল্পের অন্যতম প্রতিনিধি কুলদীপ মাইতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন