ডাকঘরেও আধার নথিভুক্তি

সম্প্রতি সল্টলেকের সিসি ব্লকের ডাকঘরে আধার কার্ড সংশোধন কেন্দ্র উদ্বোধনের পরে চিফ পোস্ট মাস্টার জেনারেল (ওয়েস্ট বেঙ্গল সার্কেল) অরুন্ধতী ঘোষ জানান, শীঘ্রই ডাকঘরে আধার নথিভুক্তিকরণ কেন্দ্র চালু হবে। এ জন্য প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম পেলে ডিসেম্বরের মধ্যেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ০২:৩৯
Share:

এ বার আধার নথিভুক্তির শিবির ডাকঘরেও। এখন কোথাও কোথাও শুধু এর তথ্য সংশোধনের কাজ হয়। সব কিছু ঠিকঠাক চললে এ বছরই রাজ্যের কিছু ডাকঘরে আধার নম্বর পাওয়ার জন্য আবেদন করা যাবে।

Advertisement

সম্প্রতি সল্টলেকের সিসি ব্লকের ডাকঘরে আধার কার্ড সংশোধন কেন্দ্র উদ্বোধনের পরে চিফ পোস্ট মাস্টার জেনারেল (ওয়েস্ট বেঙ্গল সার্কেল) অরুন্ধতী ঘোষ জানান, শীঘ্রই ডাকঘরে আধার নথিভুক্তিকরণ কেন্দ্র চালু হবে। এ জন্য প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম পেলে ডিসেম্বরের মধ্যেই।

আধার নথিভুক্তি কেন্দ্র এখন প্রয়োজনের চেয়ে কম হওয়ায় বহু মানুষ সমস্যায় পড়েছেন। কেন্দ্র সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক, ডাকঘরেও এই কেন্দ্র খোলার। সংশ্লিষ্ট সূত্রে দাবি, সংশোধনের জন্য জরুরি পরিকাঠামো অল্প খরচেই গড়া যায়, তাই এখন কিছু ডাকঘরে শুধু সেটাই হয়। কিন্তু নথিভুক্তির প্রয়োজনীয় সরঞ্জাম-সহ আনুষঙ্গিক পরিকাঠামো খাতে খরচ বেশি। সে জন্য কেন্দ্রের সাহায্য লাগে। অরুন্ধতীদেবীর দাবি, কেন্দ্রের থেকে সবুজ সঙ্কেত মেলায় এ মাসেই সেই সরঞ্জামের বরাত দেবেন তাঁরা। যা পেলে ডিসেম্বরের মধ্যে কিছু ডাকঘরে নথিভুক্তির ব্যবস্থা চালু হবে।

Advertisement

তাঁর কথায়, ‘‘সবটাই নির্ভর করছে সরঞ্জাম জোগানের উপর। আমাদের কর্মীরা প্রশিক্ষণ নিয়ে ইউআইডিএআই-এর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তৈরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন