ইউপিআই পরিষেবা এ বার আইফোনেও

অবশেষে আইফোনেও ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) পরিষেবায় নগদহীন লেনদেনের সুযোগ চালু করছে কয়েকটি ব্যাঙ্ক। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া-র (এনপিসিআই) তত্ত্বাবধানে অ্যান্ড্রয়েড ফোনে পাঁচ মাস আগেই এই পরিষেবা চালু হলেও আইফোনে সেই সুযোগ মিলত না।

Advertisement

দেবপ্রিয় সেনগুপ্ত

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৩৩
Share:

অবশেষে আইফোনেও ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) পরিষেবায় নগদহীন লেনদেনের সুযোগ চালু করছে কয়েকটি ব্যাঙ্ক। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া-র (এনপিসিআই) তত্ত্বাবধানে অ্যান্ড্রয়েড ফোনে পাঁচ মাস আগেই এই পরিষেবা চালু হলেও আইফোনে সেই সুযোগ মিলত না। সরকারি সূত্রের খবর, এইচডিএফসি এবং কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক এনপিসিআই-এর ছাড়পত্র পেয়েছে।

Advertisement

অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা সংশ্লিষ্ট তথ্য না-জেনেও শুধুমাত্র ই-মেলের মতো তাঁর একটি ঠিকানা (ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস) জানা থাকলেই এই ব্যবস্থায় টাকা লেনদেন করার পরিকাঠামো তৈরি করেছে এনপিসিআই। গত অগস্টের পর থেকে এখনও পর্যন্ত ৩৫টি ব্যাঙ্ক ‘গুগল প্লে স্টোর’-এ তাদের নিজস্ব ইউপিআই অ্যাপ চালু করলেও আইফোনে এই পরিষেবা মিলত না। এনপিসিআই-এর পূর্বাঞ্চলীয় প্রধান স্বরজিৎ মণ্ডল জানিয়েছেন, এইচডিএফসি এবং কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক-কে তাঁরা আইস্টোর-এ ইউপিআই অ্যাপ চালুর জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দিয়েছেন। ফলে নিজেরা পুরোপুরি তৈরি হলেই আইফোনেও তাদের নিজস্ব ইউপিআই অ্যাপ চালু করতে পারবেন।

এইচডিএফসি ব্যাঙ্কের এক মুখপাত্র শনিবার এ প্রসঙ্গে জানিয়েছেন, তাঁদের ইউপিআই অ্যাপটি আইস্টোর-এ মিলছে। ব্যাঙ্কের গ্রাহক বা গ্রাহক নন, উভয়েই আইফোনে পরিষেবাটি পাবেন।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে খবর, বিভিন্ন ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের অনেকেই আইফোন ব্যবহার করেন। কিন্তু তাঁদের ব্যাঙ্কের ইউপিআই অ্যাপ আগেই চালু হলেও তাঁরা সেই পরিষেবা পাচ্ছিলেন না। ওই দুটি ব্যাঙ্ক ছাড়া আরও কয়েকটি অগ্রণী ব্যাঙ্কও আইফোনে শীঘ্রই এই পরিষেবা চালু করতে পারবে বলে এনপিসিআই-এর আশা।

ব্যাঙ্কের নিজস্ব ইউপিআই অ্যাপ ছাড়াও সার্বিক ভাবে সব ব্যাঙ্কের জন্য একটি সাধারণ ইউপিআই-অ্যাপ ‘ভীম’ (‘ভারত ইন্টারফেস ফর মানি’)-ও চালু করেছে এনপিসিআই। সংস্থা সূত্রের খবর, সব মিলিয়ে এখন দৈনিক গড়ে চার লক্ষ লেনদেন হচ্ছে সব ধরনের ইউপিআই অ্যাপ দিয়ে। এর মধ্যে ভীম মারফত লেনদেনের সংখ্যা প্রায় ১.৭৫ লক্ষ। লেনদেনে প্রথম ৩টি স্থানে আছে যথাক্রমে ইয়েস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। সরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক।

ব্যাঙ্কগুলিকে ইউপিআই অ্যাপ নিয়ে সচেতনতার জন্য উদ্যোগী হতে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্র। বইমেলায় ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের স্টলে আগ্রহীদের ওই ব্যাঙ্কের ইউপিআই অ্যাপে নথিভুক্ত করানোর কর্মসূচি নিয়েছে। ব্যাঙ্কের দাবি, গত কয়েক দিনে সেখানে গড়ে ২৫০০ জন নথিভুক্তি নিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন