চিত্রার উত্তরসূরি খুঁজতে কমিটি

চিত্রা রামকৃষ্ণের উত্তরসূরি খুঁজতে কমিটি গড়ল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। এতে রয়েছেন এক্সচেঞ্জটির ডিরেক্টর দীনেশ কঁওয়ার এবং টি ভি মোহনদাস পাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০২:৫১
Share:

চিত্রা রামকৃষ্ণের উত্তরসূরি খুঁজতে কমিটি গড়ল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। এতে রয়েছেন এক্সচেঞ্জটির ডিরেক্টর দীনেশ কঁওয়ার এবং টি ভি মোহনদাস পাই। কমিটির বাকি দুই সদস্য হলেন মহীন্দ্রা গোষ্ঠীর কর্ণধার আনন্দ মহীন্দ্রা ও রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর উষা থোরাট। ব্যক্তিগত কারণে এক্সচেঞ্জটির এমডি-সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন রামকৃষ্ণ। অন্তর্বর্তী সিইও হয়েছেন জে রবিচন্দ্রন। যদিও সংশ্লিষ্ট সূত্রে খবর, এনএসই পর্ষদের সদস্যদের সঙ্গে মতবিরোধের জেরেই পদত্যাগ করেছেন রামকৃষ্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement