সঙ্কটে পড়া বিদ্যুৎকেন্দ্র নিতে চায় এনটিপিসি

সঙ্কটে পড়া কেন্দ্রগুলির মোট উৎপাদন ক্ষমতা ৪০ গিগাওয়াট। এর মধ্যে ১২ গিগাওয়াট চালু হয়েছে ২০১৪ সালের ১ এপ্রিলের পরে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০২:৪৩
Share:

সারা দেশে সম্প্রতি চালু হওয়া যে-সব তাপবিদ্যুৎ কেন্দ্র আর্থিক সঙ্কটে পড়েছে, সেগুলি কিনে নেওয়ার জন্য টেন্ডার ডাকল রাষ্ট্রায়ত্ত এনটিপিসি।

Advertisement

টেন্ডারের নথি অনুযায়ী শর্ত:

•• ২০১৪ সালের ১ এপ্রিলের পরে চালু হওয়া তাপবিদ্যুৎকেন্দ্রই টেন্ডার দাখিল করতে পারবে

Advertisement

•• সেটির উৎপাদন ক্ষমতা হতে হবে কমপক্ষে ৫০০ মেগাওয়াট

•• পুরোপুরি দেশি কয়লার উপর নির্ভরশীল সংস্থাগুলির দিকেই নজর থাকবে এনটিপিসি-র

•• উৎপাদন ক্ষমতার ৮৫% কাজে লাগানোর মতো কয়লা মজুত চাই

•• বয়লার ও টার্বাইন জেনারেটর ও সেই সংক্রান্ত যন্ত্রপাতি দেশে তৈরি করা গেলে তবেই হাতে নেওয়া হবে

সঙ্কটে পড়া কেন্দ্রগুলির মোট উৎপাদন ক্ষমতা ৪০ গিগাওয়াট। এর মধ্যে ১২ গিগাওয়াট চালু হয়েছে ২০১৪ সালের ১ এপ্রিলের পরে। সেগুলি খতিয়ে দেখে অধিগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এনটিপিসি। উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্যই এই সব কেন্দ্র কিনতে চায় তারা।

এই মুহূর্তে তাদের ৫১,৭০৮ মেগাওয়াট বিদ্যুৎ তৈরির ক্ষমতা আছে। হাতে রয়েছে ২৮টি তাপবিদ্যুৎ কেন্দ্র, ৮টি তরল জ্বালানি বা গ্যাস ভিত্তিক এবং ১৩টি অপ্রচলিত শক্তির উপর নির্ভরশীল বিদ্যুৎকেন্দ্র। উৎপাদন ক্ষমতা বাড়াতে নজরে রয়েছে আরও ২০ হাজার মেগাওয়াট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন