ছবি: সংগৃহীত।
উৎক্ষেপণের মিনিটখানেকের মধ্যেই মাঝ-আকাশে ধ্বংস হয়ে গেল রিপাবলিক অফ কোরিয়ার (দক্ষিণ কোরিয়া) একটি রকেট। সোমবার রাতে পাঁচটি ছোট উপগ্রহ বহন করে নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ কোরিয়ার স্টার্টআপ সংস্থা ইনোস্পেসের তৈরি হ্যানবিট-ন্যানো রকেটটি উড়ানের পরমুহূর্তেই বিস্ফারিত হয়ে যায়। বিস্ফোরণের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উৎক্ষেপণের প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে রকেটটিতে আগুন ধরে যায়। আগুনের গোলা ঝলসে ওঠে আকাশে। ৫৭ ফুট লম্বা রকেটটি রাত ৮টা ১৩ মিনিটে ব্রাজ়িলের আলকানতরা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় বলে জানা গিয়েছে। হানবিট-ন্যানো হল ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান। রকেটটি পাঁচটি ছোট উপগ্রহ ও তিনটি পরীক্ষামূলক যন্ত্র বহন করে কক্ষপথে নিয়ে যাওয়ার কথা ছিল। উপগ্রহগুলির গ্রাহক ছিল ভারতীয় ও ব্রাজ়িলের সংস্থা। এই উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি সংস্থা ও ব্রাজ়িলের বায়ুসেনার যৌথ পরিকল্পনা ছিল। পরিকল্পনাটি সফল হলে ব্রাজ়িলের প্রথম সফল বাণিজ্যিক মহাকাশ অভিযান বলে স্বীকৃতি পেত।
স্পেস অরবিটের ট্র্যাকিং অনুসারে, উড়ানের পর পরই রকেটে একটি সমস্যা দেখা দেয়। সেটি পৃথিবীতে ফিরে আসে। দক্ষিণ কোরীয় সংস্থা ইনোস্পেস সমস্যার কথা স্বীকার করেছে। কিন্তু এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও প্রকাশ করেনি। ঘটনার পর পরই তাদের লাইভ ওয়েবকাস্ট বন্ধ করে দেয় সংস্থাটি। ভিডিয়োটি এক্স মাধ্যম এজ়েড_ইনটেল নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। বহু মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। রকেটের ধ্বংসাবশেষ, আগুনের গোলা ছড়িয়ে পড়ায় দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন বহু নেটাগরিকই।