Oil

Oil Bill: তেলের বিল ছুঁতে পারে সাড়ে সাত লক্ষ কোটি

সরকারি সূত্রই বলেছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি আমদানি খাতে বাড়তি বোঝা বইতে পারছে না। ফলে ভোটের পরে পেট্রল-ডিজ়েলের দাম বাড়বে সেটা নিশ্চিত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৪৪
Share:

ফাইল চিত্র।

চলতি অর্থবর্ষের প্রায় পুরোটা জুড়েই বিশ্ব বাজারে অশোধিত তেলের দর চড়া থাকায় আমদানি খাতে খরচ বেড়েছে ভারতের। তেল মন্ত্রকের তথ্য বলছে, গত এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্তই প্রায় ৭,০৭,২৫০ কোটি টাকা বা ৯৪৩০ কোটি ডলার বেরিয়ে গিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে এ বার অশোধিত তেল ব্যারেলে ১০৫ ডলার ছুঁয়েছে। ফলে গোটা অর্থবর্ষে তেল আমদানি খাতে ভারতের খরচ প্রায় ৭,৫০,০০০ কোটি টাকা বা ১০,০০০ কোটি ডলার ছাড়াবে বলে ধারণা।

সংশ্লিষ্ট মহল আশঙ্কা প্রকাশ করে বলছে, এই বিপুল খরচের কতটা আমজনতার কাঁধে চাপবে সেটাই প্রশ্ন। সরকারি সূত্রই বলেছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি আমদানি খাতে বাড়তি বোঝা বইতে পারছে না। ফলে ভোটের পরে পেট্রল-ডিজ়েলের দাম যে বাড়বে সেটা নিশ্চিত। তবে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক আরও কমিয়ে মানুষকে সুরাহা দেওয়া হবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। নভেম্বরে পেট্রলে লিটার পিছু ৫ টাকা এবং ডিজ়েলে ১০ টাকা শুল্ক কমিয়েছিল কেন্দ্র। যাকে দাম বৃদ্ধির তুলনায় খুব সামান্য বলে সমালোচনা করেছে বিরোধীরা।

Advertisement

ভারতে জ্বালানির চাহিদার প্রায় ৮৫% আমদানি করা হয়। সরকারি তথ্য বলছে, ২০২০ সালে লকডাউনে চাহিদা তলানিতে নামায় গত অর্থবর্ষে (২০২০-২১) আমদানি নেমেছিল ৬২২০ কোটি ডলারে। সে সময়ে বিশ্ব বাজারে অশোধিত তেল ২০ ডলারের নীচে নামাও কারণ। এ দিকে প্রাকৃতিক গ্যাস খাতে আমদানি খরচ এপ্রিল-জানুয়ারিতে পৌঁছেছে ৯৯০ কোটিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন