Crude Oil

বাকি আছে লিজ় সংক্রান্ত সই, তার পরেই শুরু অশোকনগরের তেল উৎপাদন, দাবি মন্ত্রীর

রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি পশ্চিমবঙ্গে তেল খোঁজা এবং তেল উত্তোলন পরিকাঠামো নির্মাণের মতো কাজে প্রায় ১০০০ কোটি টাকা খরচ করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

বাকি রয়েছে লিজ় সংক্রান্ত কিছু নথিতে সই। পশ্চিমবঙ্গ সরকার তা সেরে ফেললেই অশোকনগরের নির্দিষ্ট ব্লকে তেল উত্তোলন শুরু হবে বলে জানালেন তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরি।

আজ রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি পশ্চিমবঙ্গে তেল খোঁজা এবং তেল উত্তোলন পরিকাঠামো নির্মাণের মতো কাজে প্রায় ১০০০ কোটি টাকা খরচ করেছে। তার পরেও সেই কাজ শুরু হয়নি। তেলমন্ত্রীর কাছে তাঁর জিজ্ঞাসা, এর পিছনে রাজ্যের দীর্ঘসূত্রিতা রয়েছে কি? জবাবে পুরি বলেন, ‘‘রাজ্যের সঙ্গে চলতি মাসেই চিঠি চালাচালি হয়েছে।’’ মন্ত্রক জানিয়েছে, স্ট্যাম্প ডিউটি নিয়ে কিছু সংশয় তৈরি হয়েছে। তা নিয়ে আলোচনা চালাচ্ছে উভয় পক্ষ। তাতে দু’পক্ষ সম্মতি দিলেই চূড়ান্ত নথি সই হবে। পুরির আশা, তার পরেই দ্রুত উত্তোলনের কাজ শুরু করে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে যে তেল রয়েছে তার ৩০% যদি উত্তোলন করা সম্ভব হয়, তা হলে তার মূল্য দাঁড়াবে ৪৫,০০০ কোটি টাকা। সে ক্ষেত্রে রাজ্য ৪৫০০ কোটি টাকা লভ্যাংশ পাবে।’’

এর আগে তেল-গ্যাসের বাণিজ্যিক উত্তোলনে বিলম্বের জন্য রাজ্যকে দুষেছিলেন তেলমন্ত্রী। দাবি করেছিলেন, রাজ্যের গড়িমসির জন্যই জমির লিজ়ের কাজে দেরি হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন