দু’বছরে সর্বোচ্চ দর তেলের

সৌদি আরবের দুর্নীতি দমন কমিটি ১১ জন রাজকুমারকে গ্রেফতার ও বেশ কয়েক জন মন্ত্রীকে বরখাস্ত করার জেরে দু’বছরের মধ্যে বিশ্ব বাজারে সর্বোচ্চ অঙ্ক ছুঁল অশোধিত তেলের দাম।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ০১:৪৪
Share:

আলওয়ালিদ বিন তালাল

সৌদি আরবের দুর্নীতি দমন কমিটি ১১ জন রাজকুমারকে গ্রেফতার ও বেশ কয়েক জন মন্ত্রীকে বরখাস্ত করার জেরে দু’বছরের মধ্যে বিশ্ব বাজারে সর্বোচ্চ অঙ্ক ছুঁল অশোধিত তেলের দাম। রাজকুমারদের মধ্যে রয়েছেন বিশ্বের অন্যতম ধনী ও অ্যাপল, টুইটারের মতো সংস্থার অংশীদার আলওয়ালিদ বিন তালাল। রাজা সলমন বিন আবদুলাজিজ আল-সৌদের উদ্যোগে গড়া দুর্নীতি দমন কমিটির এই কড়া ব্যবস্থার ছাপ তার অর্থনীতির উপর পড়বে বলেই আশঙ্কা। তার জেরে ব্রিটেনের বাজারে উঁচু মানের তেল ব্রেন্টের দাম সোমবার প্রতি ব্যারেলে ছোঁয় ৬২.৫৯ ডলার, যা ২০১৫-র জুলাইয়ের পর সর্বোচ্চ।

Advertisement

তেলের দাম বাড়ায় এ দিন বিশ্ব বাজারের লগ্নিকারীরাও ছিলেন সাবধানী। তার প্রভাব পড়ে ভারতেও। তবে মূলত গাড়ি ও ভোগ্যপণ্য সংস্থার শেয়ারের হাত ধরে বন্ধের সময়ে ফের নতুন উচ্চতা ছুঁয়েছে সেনসেক্স। সোমবার তা ৪৫.৬৩ পয়েন্ট বেড়ে থামে ৩৩,৭৩১.১৯ অঙ্কে। নিফ্‌টি অবশ্য ০.৭০ পয়েন্ট কমে তা দাঁড়ায় ১০,৪৫১.৮০ অঙ্কে।

এ দিন ডলারে টাকার দাম অবশ্য ১৩ পয়সা কমে যায়। ফলে দিনের শেষে প্রতি ডলারের দাম ছিল ৬৪.৬৮ টাকা। ব্যাঙ্ক ও আমদানিকারীদের তরফে ডলারের বাড়তি চাহিদার এবং বিশ্ব বাজারে তেলের চড়া দামের জেরে বেড়ে যায় ডলারের দাম।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন