তেল-দৈত্য

এইচপিসিএল হাতে নিতে সায় ওএনজিসি-কে

৩০ হাজার কোটি টাকায় তেল উৎপাদক ওএনজিসি কিনে নিচ্ছে এইচপিসিএলে কেন্দ্রের হাতে থাকা ৫১.১১% অংশীদারি। ফলে একই সংস্থার ছাতার তলায় আসছে তেল উৎপাদন থেকে শুরু করে বিক্রি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ০৩:৫৭
Share:

তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থার অন্যতম হিন্দুস্তান পেট্রোলিয়ামকে ওএনজিসি-র হাতে দিতে বুধবার সায় মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার। লক্ষ্য তেল ক্ষেত্রে বড় মাপের সংস্থা তৈরি করে বিশ্ব বাজারে প্রতিযোগিতায় এগোনো।

Advertisement

৩০ হাজার কোটি টাকায় তেল উৎপাদক ওএনজিসি কিনে নিচ্ছে এইচপিসিএলে কেন্দ্রের হাতে থাকা ৫১.১১% অংশীদারি। ফলে একই সংস্থার ছাতার তলায় আসছে তেল উৎপাদন থেকে শুরু করে বিক্রি।

তেল ক্ষেত্রকে বাড়তি গুরুত্ব দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। ওএনজিসি-র হাতে এইচপিসিএলকে দেওয়া, মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের যৌথ উদ্যোগে বিশ্বের বৃহত্তম শোধনাগার গড়ার উদ্যোগ, অশোধিত তেলের মজুতভাণ্ডার বাড়ানোর পরিকল্পনা— সবই সেই সার্বিক পরিকল্পনার অঙ্গ।

Advertisement

তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে, চলতি অর্থবর্ষের মধ্যেই সংযুক্তি সম্পূর্ণ হবে। তবে এই অধিগ্রহণের জন্য খোলা প্রস্তাব দিতে হবে না ওএনজিসি-কে। কারণ, দু’টিই রাষ্ট্রায়ত্ত সংস্থা। একটি সংস্থার শেয়ার হাতবদল হয়ে যাচ্ছে আর একটির কাছে, একই থাকছে মালিকানা। সংযুক্তি সম্পূর্ণ হলে ওএনজিসি-র শাখা সংস্থা হিসেবে কাজ করবে এইচপিসিএল। তবে শেয়ার বাজারে বজায় থাকবে তার নথিভুক্তি। তেল শোধন ও বিপণন বিভাগের জন্য বর্তমান পরিচালন পর্ষদটিই টিকিয়ে রাখা হবে বলে সরকারি সূত্রের খবর।

আরও পড়ুন: শালবনির জমি ফেরাতে চায় জিন্দল

বাজেটেই দেশে বড় মাপের তেল-গ্যাস সংস্থা তৈরির প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তারই সূত্র ধরে ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল) অথবা এইচপিসিএল-কে কেনার ভাবনা-চিন্তা করছিল ওএনজিসি। কিন্তু বিপিসিএল কেনার খরচ প্রায় ৫৫,৮৮৫ কোটি টাকা হওয়ায়, সেই পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে তারা।

উল্লেখ্য, দেশে তেল ক্ষেত্রে মোট ছ’টি রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে। উৎপাদন -কারী দুই সংস্থা হল ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া। তিনটি তেল বিক্রেতা সংস্থা ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল এবং ভারত পেট্রোলিয়াম। গেইলের হাতে রয়েছে গ্যাস পরিবহণ ও সরবরাহের ব্যবসা।

ওএনজিসি

• দেশের বৃহত্তম তেল ও গ্যাস উত্তোলন সংস্থা

• দিনে গড় তেল তোলার পরিমাণ ১ কোটি ২০ লক্ষ ব্যারেলেরও বেশি

• দেশের ৬৯% অশোধিত তেল এবং ৭০% প্রাকৃতিক গ্যাসের উৎপাদনই এই সংস্থার হাতে

এইচপিসিএল

• মুম্বই ও বিশাখাপত্তনমে দু’টি বড় তেল শোধনাগার

• বছরে সেখানে উৎপাদন যথাক্রমে ৬৫ ও ৮৩ লক্ষ টন

• ভাতিন্ডায় মিত্তল এনার্জি ইনভেস্টমেন্টসের সঙ্গে বছরে ৯০ লক্ষ টনের শোধনাগার

বেচতে সায়

• এইচপিসিএলে সরকারের অংশীদারি (৫১.১১%) ওএনজিসি-কে বেচতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

• এমন পরিকল্পনার কথা বাজেটেই বলেছিলেন অর্থমন্ত্রী। ইঙ্গিত ছিল, এ জন্য জুড়তে পারে দু’য়ের বেশি সংস্থাও

• এইচপিসিএল-কে হাতে নিতে ৩০ হাজার কোটি টাকা উপুড় করবে ওএনজিসি

কেন্দ্রের আশা

• এর দৌলতে তৈরি হবে বিপুল বপু তেল সংস্থা। যা টক্কর দিতে পারবে বহুজাতিকগুলির সঙ্গে

• আয়তনের জন্য সুবিধা পাবে যন্ত্র থেকে শুরু করে বিদেশে তেল-গ্যাসের ব্লক কেনা পর্যন্ত বিভিন্ন বিষয়ে দর কষাকষিতে

• এক ছাদের তলায় আসবে তেল উত্তোলন ও শোধন

• বিশ্ব বাজারে তেলের দামে ওঠা -পড়া সামলাতে সুবিধা হবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন