(বাঁ দিকে) রাম নেনে, (ডান দিকে) মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত।
আশি এবং নব্বইয়ের দশকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছোন। তিনি পর্দায় এলেই ঝড় উঠত পুরুষ-হৃদয়ে। তিনি মাধুরী দীক্ষিত। ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে অভিনয় ছেড়ে মাধুরী চলে গিয়েছিলেন আমেরিকায়। তবে বেশ কয়েক বছর হল মাধুরী অভিনয়ে ফিরেছেন। শ্রীরামও চিকিৎসক হিসাবে তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। হঠাৎ আমেরিকায় সাজানো সংসার ছেড়ে ভারতে পাকাপাকি কেন থাকছেন মাধুরী?
দু’জনের কর্মক্ষেত্র একেবারেই আলাদা। এক জন রুপোলি পর্দার নায়িকা। অন্য জন চিকিৎসক। তবে মারাঠি পরিবারের ঐতিহ্য বহন করছিলেন দু’জনেই। যদিও হৃদ্রোগ বিশেষজ্ঞ শ্রীরাম নাকি আগে থেকে কিছুই জানতেন না মাধুরীর কর্মজীবন সম্পর্কে। এমনকি, বিয়ের আগে মাধুরীর কোনও ছবিও দেখেননি অভিনেত্রীর স্বামী। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন স্বামী হিসাবে রামের মতো কাউকেই চেয়েছিলেন। সেটাই পেয়েছেন। রাম তাঁর জীবনের অন্যতম বড় আশীর্বাদ। মার্কিন মুলুকে ভালই ছিলেন তাঁরা। কোনও অসুবিধে ছিল না। কিন্তু অভিনেত্রী বলেন, ‘‘সারাজীবন তিনি বাবা-মায়ের সঙ্গে থেকেছেন। তাঁদের বয়স বাড়ছিল, মেয়েকে কাছে দরকার ছিল তাঁদের। শুধু তা-ই নয়, আমার সব কাজও ভারতে। যার ফলে ক্রমাগত দুই দেশের মধ্যে যাতায়াত খুব কঠিন হয়ে যাচ্ছিল। এ ছাড়াও আমার স্বামীর রোগীরা যখন ওকে নাগালে পাচ্ছে না, তখন তাঁদেরও অবস্থা শোচনীয় হয়ে যায়। তাই সব দিক বিবেচনা করে মুম্বই চলে আসি।’’