oppo. smartphone

বাজারে আসছে ওপ্পো রেনো ৫ প্রো (ফাইভ জি), নতুন ফোন নিয়ে তথ্য ফাঁস

রিয়ার ক্যামেরা হিসাবে থাকছে ৪টি লেন্স। একটি ৬৪ মেগাপিক্সেল, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার ও ২ মেগাপিক্সেল পোট্রেট শ্যুটার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৭:২৬
Share:

রিয়ার ক্যামেরা হিসাবে থাকছে ৪টি লেন্স। একটি ৬৪ মেগাপিক্সেল, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার ও ২ মেগাপিক্সেল পোট্রেট শ্যুটার।

খুব তাড়াতাড়িই হয়তো বাজারে আসতে চলেছে ওপ্পো রেনো ৫ প্রো। ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্সের (বিআইএস) ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত একটি তালিকায় দেখা গিয়েছে, একটি ফোনের মডেল নম্বর এই ফোনের সঙ্গে মিলছে। এ ছাড়া টুইটারে একাধিক ব্যবহারকারী লিখেছেন মডেল নম্বর সিপিএইচ ২২০১ যা, বিআইএস-এর ওয়েবসাইটে রয়েছে। তাই ভারতের বাজারে এই ফোনটি দ্রুত আসার সম্ভাবনা রয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। চিনের বাজারে ইতিমধ্যেই এটি চলে এসেছে। এ ছাড়া, ওপ্পোর তরফ থেকেও সংস্থার ভারতীয় শাখার প্রধান তলসিম আরিফ একটি টুইট করে এই ফোন বাজারে আসার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

Advertisement

কী থাকছে এই ফোনে? অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড ১১। ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে যেটি ৯০ হার্জ রিফ্রেশ রেটে চলবে। সর্বোচ্চ ১২৮ জিবি র‌্যাম থাকবে এই ফোনে। সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ।

রিয়ার ক্যামেরা হিসাবে থাকছে ৪টি লেন্স। একটি ৬৪ মেগাপিক্সেল, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার ও ২ মেগাপিক্সেল পোট্রেট শ্যুটার। এ ছাড়া ভিডিও কল ও সেলফির জন্য থাকবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যমেরা। ফোনে থাকবে ৪৩৫০ এমএএইচ-এর ব্যাটারি। যা দীর্ঘক্ষণ ব্যবহার করার ক্ষেত্রে সুবিধাজনক। থাকবে ৬৫ ওয়াটের ফার্স্ট চার্জিংয়ের সুবিধা, যাতে দ্রুত ফোনটি চার্জ দেওয়া যাবে।

Advertisement

আরও পড়ুন: নভেম্বরের বিল থেকে সিইএসসি-র বকেয়া অঙ্ক মেটাতে হবে ১০ কিস্তিতে

আরও পড়ুন: রাজ্যে ৩৬০ কোটি টাকা ঢালবে ডালমিয়া সিমেন্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন