আধারের সঙ্গে না জুড়লেও বাতিল হবে না প্যান, জানাল আয়কর দফতর

প্যানের সঙ্গে আধার নম্বর জুড়তে কেন্দ্রের দেওয়া নির্দেশের পর থেকেই বিভ্রান্তি ছড়িয়েছিল আমজনতার মধ্যে। অনেকেই জানতে চান, নির্দিষ্ট সময়ের মধ্যে দু’টি না-জুড়লে প্যান কার্ড বাতিল হবে কি না। এই প্রসঙ্গেই আয়কর দফতর জানিয়েছে—

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ০৩:১৪
Share:

প্যানের সঙ্গে আধার নম্বর জোড়ার জন্য শুক্রবার পর্যন্ত সময়সীমা দিয়েছিল কেন্দ্র। কিন্তু এখনও কেউ তা না-করে থাকলে, তাঁর প্যান কার্ড বাতিল হবে না বলে জানাল আয়কর দফতর। তবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক বলেই স্পষ্ট করেছে তারা।

Advertisement

প্যানের সঙ্গে আধার নম্বর জুড়তে কেন্দ্রের দেওয়া নির্দেশের পর থেকেই বিভ্রান্তি ছড়িয়েছিল আমজনতার মধ্যে। অনেকেই জানতে চান, নির্দিষ্ট সময়ের মধ্যে দু’টি না-জুড়লে প্যান কার্ড বাতিল হবে কি না। এই প্রসঙ্গেই আয়কর দফতর জানিয়েছে—

• ৩০ জুনের মধ্যে নম্বর দু’টি না-জুড়লে প্যান কার্ড বাতিল হবে না।

Advertisement

• ১ জুলাই থেকে নতুন প্যান কার্ডের আবেদন করতে আধার বাধ্যতামূলক।

আরও পড়ুন: জিএসটি-র গুঁতোয় ত্রস্ত বিমা

• শনিবার থেকে আধার ছাড়া অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। সে ক্ষেত্রে আধার হাতে না-পেলে রিটার্ন ফর্মের সঙ্গে দিতে হবে তার জন্য আবেদনের প্রমাণপত্র (এনরোলমেন্ট আইডি)। আধার থাকলে আগে প্যানের সঙ্গে তা আগে যোগ করে নিতে হবে।

• রিটার্ন জমার সময়ে প্যানের সঙ্গে আধার যোগ না-হয়ে থাকলে, ‘আইটিআর’ ফর্ম দাখিলের সময় আধার দিলেই চলবে। তখনই ওই দুই নম্বর যুক্ত হয়েছে বলে ধরা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন