টানা চার মাস বাড়ল যাত্রী গাড়ি বিক্রি

অগস্টেও বাড়ল দেশে যাত্রী গাড়ি বিক্রি। বুধবার গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) জানিয়েছে, এই সময়ে দেশে বিক্রি হয়েছে ১.৫৩ লক্ষেরও বেশি গাড়ি। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.১৬% বেশি। এই নিয়ে টানা চার মাস বিক্রি বৃদ্ধির হার থাকল উর্ধ্বমুখী। ফলে দু’বছর পরে ধীরে হলেও এই শিল্পে প্রাণ ফিরছে বলেই মনে করেছে সংশ্লিষ্ট মহল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪ ০২:০১
Share:

অগস্টেও বাড়ল দেশে যাত্রী গাড়ি বিক্রি। বুধবার গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) জানিয়েছে, এই সময়ে দেশে বিক্রি হয়েছে ১.৫৩ লক্ষেরও বেশি গাড়ি। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.১৬% বেশি। এই নিয়ে টানা চার মাস বিক্রি বৃদ্ধির হার থাকল উর্ধ্বমুখী। ফলে দু’বছর পরে ধীরে হলেও এই শিল্পে প্রাণ ফিরছে বলেই মনে করেছে সংশ্লিষ্ট মহল।

Advertisement

সিয়ামের ডিরেক্টর জেনারেল বিষ্ণু মাথুরের মতে, সামগ্রিক ভাবে আগের মাসগুলির তুলনায় বিক্রি বৃদ্ধির হার গতি পেয়েছে। ফলে গাড়ি শিল্পে মন্দার ভাব কিছুটা হলেও কেটেছে। যদিও দেশে সুদ এখনও অনেকটাই চড়া এবং সংস্থাগুলিও ক্রেতা টানতে ছাড় দেওয়ার পদ্ধতি বহাল রেখেছে। দেশের অর্থনীতির মৌলিক বিষয়গুলিতে খুব বেশি উন্নতি দেখা না-গেলেও, চাকা ঘোরার ইঙ্গিত মিলেছে। আর তাতে ভর করে বদল এসেছে ক্রেতাদের মানসিকতায়। ফলে তাঁরা ফের গাড়ি বিপণিতে পা রাখছেন। যা বিক্রি বাড়াতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, হোন্ডা, হুন্ডাইয়ের মতো বিভিন্ন সংস্থাই উৎসবের মরসুমের কথা মাথায় রেখে বাজারে নতুন গাড়ি এনেছে। তা-ও বিক্রি বাড়াতে সাহায্য করেছে বলে দাবি তাঁর।

এ দিনের পরিসংখ্যান অনুসারে জুলাইয়ের মতো অগস্টেও দেশের বাজারে বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে মারুতি-সুজুকি, হুন্ডাই, হোন্ডার মতো সংস্থা। তবে বিক্রি কমেছে টাটা মোটরস, মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা ইত্যাদির। মোটরসাইকেল এবং স্কুটারের বিক্রি বৃদ্ধির হাত ধরে সামগ্রিক ভাবে ভাল ফল করেছে দ্বিচক্রযান নির্মাতাগুলি।

Advertisement

মাথুর বলেন, যাত্রী গাড়ি নিয়ে আশার আলো দেখা গেলেও, দুশ্চিন্তা বহাল রেখেছে বাণিজ্যিক গাড়ির বিক্রি। এই ক্ষেত্রে বিক্রি এখনও বাড়েনি সংস্থাগুলির। তবে আগামী দিনে অর্থনীতি ঘুরে দাঁড়ালে বাণিজ্যিক কাজকর্ম নতুন উদ্যমে শুরু হবে। তখন বাণিজ্যিক গাড়ির বিক্রিও বাড়বে বলে তাঁর আশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন