BJP Workers Assaulted

কোচবিহারে বিজেপিকর্মীর উপর হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে, তৃণমূলের দাবি পারিবারিক বিবাদ

বিজেপি বিধায়ক মিহিরের দাবি, এই কাজ তৃণমূলপোষিত গুন্ডাবাহিনীর। এখনও তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০২:৩৬
Share:

কোচবিহারে উত্তেজনা ছড়ালো। নিজস্ব চিত্র।

বিজেপিকর্মীর বাড়িতে দলীয় বৈঠক চলাকালীন তাঁদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটে কোচবিহার-১ ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে।

Advertisement

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বিজেপিকর্মী মিঠুনচন্দ্র দাসের বাড়িতে দলের আরও কয়েক জন সদস্যকে নিয়ে একটি বৈঠকে বসেছিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। সেই সময় একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। বিজেপিকর্মীরা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। প্রচুর বাইক ভাঙচুর করেন তাঁরা।

বিজেপি বিধায়ক মিহিরের দাবি, এই কাজ তৃণমূলপোষিত গুন্ডাবাহিনীর। এখনও তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দলের মুখোপাত্র পার্থপ্রতিম রায় জানান যে, এটি পারিবারিক বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পরিবারের মধ্যে গন্ডগোলকে তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিধায়ক মিহির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement