নিয়ন্ত্রণের দাবি ভেবে দেখতে রাজি কেন্দ্র

একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে সরকারি অংশীদারি ৫১ শতাংশের নীচে নামিয়ে আনার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। দাবি করেছেন, ব্যাঙ্ক নিয়ন্ত্রণ আইনের আওতায় থাকা ২০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেরই সিংহভাগ অংশীদারি থাকবে সরকারের কাছে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ০১:৪১
Share:

পীযূষ গয়াল

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ক্ষমতা রিজার্ভ ব্যাঙ্কের হাতে দেওয়ার জন্য সরকার আলোচনার টেবিলে বসতে রাজি বলে জানিয়ে দিলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল। মঙ্গলবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘রিজার্ভ ব্যাঙ্ককে পর্যাপ্ত ক্ষমতা দেওয়ার বিষয়টি বিবেচনা করছি। সমাধানসূত্র খুঁজতে শীর্ষ ব্যাঙ্কের সঙ্গে আলোচনায় বসব। কথা বলব খোলা মনে।’’

Advertisement

একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে সরকারি অংশীদারি ৫১ শতাংশের নীচে নামিয়ে আনার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। দাবি করেছেন, ব্যাঙ্ক নিয়ন্ত্রণ আইনের আওতায় থাকা ২০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেরই সিংহভাগ অংশীদারি থাকবে সরকারের কাছে।

অনাদায়ী ঋণ থেকে ব্যাঙ্ক জালিয়াতি— পান থেকে চুন খসলেই আঙুল উঠছে ‘পাহারাদার’ রিজার্ভ ব্যাঙ্কের দিকে। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আঁটোসাটো নজরদারি চাইলে, আগে হাতে জরুরি ক্ষমতা দেওয়ার পক্ষে সম্প্রতি সওয়াল করেন শীর্ষ ব্যাঙ্ক গভর্নর উর্জিত পটেল। তিনি বলেন, কোনও বেসরকারি ব্যাঙ্কে সিএমডি-কে সরাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তাদের সে ক্ষমতা নেই। আরও ক্ষমতা দরকার বোর্ডের বৈঠকে পর্যবেক্ষক পাঠানো, ব্যাঙ্ক গুটিয়ে নেওয়ার মতো সিদ্ধান্ত ইত্যাদি ক্ষেত্রে। কেন্দ্রকে সে জন্য ব্যাঙ্ক নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে হবে। এই পরিস্থিতিতে সেই ক্ষমতা দেওয়ার কথা বলা তাই তাৎপর্যপূর্ণ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন