ব্যাঙ্ক চাঙ্গা হবে কোন পথে, খুঁজছেন গয়াল

এই অবস্থায় সরকারের মুখ রক্ষায় এ দিন তড়িঘড়ি ওই ব্যাঙ্কগুলির সমস্যা মেটানোর পথ খুঁজতে তাদের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন গয়াল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০১৮ ০৩:০৯
Share:

অরুণ জেটলির অনুপস্থিতিতে সাময়িক ভাবে অর্থ মন্ত্রকের দায়িত্ব নিয়েই অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জের সমাধান খুঁজতে নামলেন পীযূষ গয়াল। আর তা হল অনুৎপাদক সম্পদের ধাক্কায় জেরবার ব্যাঙ্কগুলিকে চাঙ্গা করে তোলা। বিশেষত সেই ১১টিকে, যাদের প্রম্পট কারেকটিভ অ্যাকশনের (পিসিএ) আওতায় এনেছে রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার তাদের দ্রুত এই প্রকল্প থেকে বার করে আনতে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন গয়াল।

Advertisement

একে শিয়রে লোকসভা ভোট। তার উপর ব্যাঙ্কগুলির আর্থিক স্বাস্থ্য নিয়ে মোদী সরকারকে বিঁধছে বিরোধীরা। এই অবস্থায় সরকারের মুখ রক্ষায় এ দিন তড়িঘড়ি ওই ব্যাঙ্কগুলির সমস্যা মেটানোর পথ খুঁজতে তাদের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন গয়াল।

পরে মন্ত্রীর দাবি, ‘‘১১টি ব্যাঙ্কের আর্থিক ভিত পোক্ত করার ব্যবস্থা করে দ্রুত সেগুলির পিসিএ থেকে বেরোনো নিশ্চিত করতে, সব ধরনের সাহায্য করবে সরকার।’’ তবে একই সঙ্গে তাঁর দাবি, এর জন্য কিছুটা সময় লাগবে। কারণ তা শীর্ষ ব্যাঙ্কের স্থির করা নানা মাপকাঠির উপর নির্ভর করে। যেমন, টানা দু’বছর ধরে মুনাফা ইত্যাদি।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, লোকসভা ভোটের আগে ব্যাঙ্ক শিল্পকে চাঙ্গা করা যে জরুরি, তা বুঝছে কেন্দ্র। তার উপর পিসিএ-র আওতাভুক্ত ব্যাঙ্কগুলির উপর অনেক সময় ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ বসায় শিল্পের উন্নয়নও বাধা পেতে পারে। যে কারণে গয়াল এ দিন বলেওছেন, ‘‘বিশেষ করে ছোট-মাঝারি ব্যবসা ও রফতানিকারীদের ঋণ পাওয়া নিশ্চিত করতে চাই। যাতে তারা ব্যবসা চালাতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন