রাজ্যে ডাকঘর পেমেন্টস ব্যাঙ্ক বছরের মাঝামাঝি

সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের মাঝামাঝি ডাক বিভাগের ‘পেমেন্টস ব্যাঙ্ক’ চালু হবে এ রাজ্যে। ডাক বিভাগ সূত্রের খবর, প্রশাসনিক কাজকর্ম, প্রশিক্ষণ-সহ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গোড়ায় অবশ্য এক সঙ্গে সর্বত্র এই পরিষেবা না-মিললেও ধাপে ধাপে রাজ্যের সব ডাকঘরেই তা চালু হবে।

Advertisement

দেবপ্রিয় সেনগুপ্ত

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫৩
Share:

সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের মাঝামাঝি ডাক বিভাগের ‘পেমেন্টস ব্যাঙ্ক’ চালু হবে এ রাজ্যে। ডাক বিভাগ সূত্রের খবর, প্রশাসনিক কাজকর্ম, প্রশিক্ষণ-সহ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গোড়ায় অবশ্য এক সঙ্গে সর্বত্র এই পরিষেবা না-মিললেও ধাপে ধাপে রাজ্যের সব ডাকঘরেই তা চালু হবে।

Advertisement

দেশের প্রত্যন্ত এলাকায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছতে নানা ব্যবস্থা নেওয়া হলেও, এখনও বহু স্থানে তা অমিল। সেই ঘাটতি পূরণেই কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ‘পেমেন্টস ব্যাঙ্ক’ তৈরির কথা জানায়। ছাড়পত্র পাওয়া ১১টি আবেদনের মধ্যে অন্যতম ডাক বিভাগ, প্রত্যন্ত এলাকাতেও যাদের উপস্থিতি রয়েছে। এই ব্যাঙ্ক খুলতে ডাক বিভাগের অধীনে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি) নামে আলাদা সংস্থাও তৈরি হয়েছে।

এক নজরে

Advertisement

• জমা অনুসারে সেভিংসে সুদ বছরে ৪.৫-৫.৫%

• সর্বোচ্চ আমানত ১ লক্ষ

• মিলবে না ঋণ

• খোলা যাবে কারেন্ট অ্যাকাউন্ট

আপাতত রায়পুর ও রাঁচীতে ডাক বিভাগের দু’টি পাইলট প্রকল্প চলছে। ধাপে ধাপে দেশের প্রায় ১.৫ লক্ষ ডাকঘরে এই পরিষেবা চালু হবে। সেপ্টেম্বরের মধ্যে ৬৫০টি শাখা খোলার পরিকল্পনা রয়েছে ডাক বিভাগের। সূত্রের খবর, এ রাজ্যেও তার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। যার সদর দফতর হবে কলকাতা জিপিও। এ ছাড়া একটি আঞ্চলিক ও একটি বিভাগীয় অফিস হবে। রাজ্যের সব ডাকঘরেই ধাপে ধাপে (প্রায় ন’হাজার) খোলা হবে আই পি পি বি-র শাখা। চিফ পোস্ট মাস্টার জেনারেল (ওয়েস্ট বেঙ্গল সার্কেল) অরুন্ধতী ঘোষ বলেন, ‘‘আশা, জুন-জুলাই নাগাদ পরিষেবা চালু করা যাবে।’’

আরও পড়ুন: গ্র্যাচুইটির সীমা দ্বিগুণের দিকেই এগোচ্ছে কেন্দ্র

এখন ডাকঘর সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক সুদ ৪%। আইপিপিবি-তে বিভিন্ন অঙ্কের জমায় ৪.৫-৫.৫% সুদ মিলবে। সদ্য চালু হওয়া এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক অবশ্য ৭.২৫% সুদ দিচ্ছে।

নিয়ম অনুযায়ী, আইপিপিবি-তে সর্বোচ্চ এক লক্ষ টাকা জমা রাখা যাবে। কোনও ঋণ মিলবে না। খোলা যাবে কারেন্ট অ্যাকাউন্ট-ও। এতে বিশেষ সুবিধা হবে ছোট ব্যবসায়ীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন