বিদ্যুৎ থেকে শিল্প, সরকারের ল্যান্ড ব্যাঙ্ক আছে তো?

শুক্রবার বিএনসিসিআইয়ের বার্ষিক সভায় মন্ত্রীর দাবি, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছেছে। বেড়েছে শিল্প। তবে তাল মিলিয়ে সাব-স্টেশন হয়নি। তাঁর দাবি, ‘‘১০০টির বেশি সাব-স্টেশন করেছি। নতুনগুলি হতে দু’বছর লাগবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ০৪:৩৯
Share:

বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। —ফাইল ছবি

রাজ্যে বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করতে একগুচ্ছ নতুন সাব-স্টেশন তৈরির আশ্বাস দিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু ভাঙড় আন্দোলনের প্রেক্ষিতে উঠেছে সে জন্য জমি পাওয়ার প্রশ্ন। প্রশাসনিক কর্তারা অবশ্য বলছেন সরকারি জমির কথা। রাজ্যে কর্মসংস্থান বাড়াতে শিল্পের কাছে লগ্নির আর্জিও জানান মন্ত্রী। এ ক্ষেত্রেও মাথা তোলে সেই জমিরই প্রশ্ন। কর্তাদের বার্তা, সরকারের ল্যান্ড ব্যাঙ্ক আছে তো।

Advertisement

শুক্রবার বিএনসিসিআইয়ের বার্ষিক সভায় মন্ত্রীর দাবি, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছেছে। বেড়েছে শিল্প। তবে তাল মিলিয়ে সাব-স্টেশন হয়নি। তাঁর দাবি, ‘‘১০০টির বেশি সাব-স্টেশন করেছি। নতুনগুলি হতে দু’বছর লাগবে।’’ কর্মসংস্থান বাড়াতে বণিকসভাকে রূপরেখা তৈরির আর্জিও জানান তিনি। বলেন, ‘‘নতুন শিল্প হলেই চাকরির সুযোগ খুলবে।’’

বণিকসভার প্রেসিডেন্ট সত্যম রায়চৌধুরী জানান, জেলার শিল্প মহলের সঙ্গে যোগাযোগ থাকায় ছোট-মাঝারি শিল্পের জন্য কর্মসূচি নেবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement