হতাশ টেলি পরিষেবা, অখুশি পর্যটন

জিএসটিতে টেলি পরিষেবার খরচ বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট শিল্প। এই পরিষেবায় কর বসবে ১৮%। এখন যা ১৫%। টেলিকম শিল্পের দাবি, এতে গ্রাহকদের বিলের খরচ বাড়বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০৪:১৬
Share:

জিএসটিতে টেলি পরিষেবার খরচ বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট শিল্প।

Advertisement

এই পরিষেবায় কর বসবে ১৮%। এখন যা ১৫%। টেলিকম শিল্পের দাবি, এতে গ্রাহকদের বিলের খরচ বাড়বে। নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসায়। তাই এতে হতাশ তাদের সংগঠন সিওএআই। তার ডিজি রাজন এস ম্যাথুজ বলেন, ‘‘জিএসটি যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু এই সিদ্ধান্তে আমরা হতাশ।’’

টেলিকম শিল্পের আশঙ্কা, খরচ বাড়লে গ্রাহকদের পরিষেবা ব্যবহার কমবে। ফলে কমবে ব্যবসা। সিওএআইয়ের বক্তব্য, এমনিতেই বিপুল ধারের বোঝা রয়েছে টেলি সংস্থাগুলির উপর। তার উপরে করের বাড়তি বোঝায় সমস্যা বাড়বে। এতে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন ধাক্কা খেতে পারে বলেও তাদের দাবি।

Advertisement

এ দিকে, পিটিআইয়ের খবর, জিএসটির হারে অখুশি পর্যটন শিল্পও। যে ভাবে হোটেল, রেস্তোরাঁয় কর চাপছে, তাকে এই শিল্পের কফিনে শেষ পেরেক বলছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন